পছন্দ নির্জন বাস, বই পড়া, গান শুনা, আবৃত্তি করা । পেশা দিন মজুর।
হাসান বৈদ্য
গত ২৮ মে পাবনা ষ্টেডিয়ামে দেড় মাস ব্যাপী হস্ত ও বস্ত্র শীল্প মেলা শুরু হয়েছে। খাদীর কাপড় চোপড়, জুতা-স্যাণ্ডেল, চামড়া ও কাপড়েরর ব্যাগ, শাড়ী-কাপড় ও কোকারীজ বেশি বিক্রি হচ্ছে। কোকারীজ দ্রব্যের মাঝে ভাল মালের সাথে অনেক নিম্ন মানের ও ত্রুটিপূর্ন দ্রব্য ক্রেতাদের কৌশলে গছায়ে দিচ্ছে।
অবশ্য অধিকাংশ্য মেলারই এটা বৈশিষ্ট যে, ত্রুটিপূর্ণ মাল গোডাউন সাফ করবে তো মেলায় যাও।
মেলা আরো আকর্ষণীয় করার জন্য সার্কাস ও মটর সাইকেল খেলার আয়জন করা হয়েছে।
সার্কাসের বিজ্ঞাপনের জন্য প্রতিদিন তিনটি হাতী আলাদা আলাদা ভাবে এলাকা প্রদক্ষীণে বের হয়। এর মধ্যে একটি হাতী আগে গাছের গুড়ি টানতো। গাছের গুড়ি পড়ে তার পিছের ডান পা ভেঙ্গে গেছে।
পাটি টেনে টেনে অনেক কষ্টে সে হাটে। যেহেতু গতর খাটানোর কাজ আর হবে না অতএব; চিড়িয়া হয়ে এলাকায় এলাকায় ঘুড়ে ঘুড়ে মালিকের আয়ের ব্যবস্থা কর। তার পরে হাতীটি মাদী হাতী এবং সে গাব (গর্ভবতী)। ন্যাংড়া হোক, গাব হোক, হাটতে কষ্ট হয়, কিচ্ছু যায় আসে না, কাজ করে খাও। একটা অসুস্থ, অবলা পশুকে দিয়ে এই রকম অমানবিক কাজ করা হচ্ছে; এর প্রতিকারের কি কোন ব্যবস্থা নেই ।
প্রবাদ আছে হাতী মরলেও লাখ টাকা কিন্তু অসুস্থ হলে?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।