তবু তুই রয়েছিস বলে, ঘাসফুলে জল দোলে...
ইংরজি শুদ্ধভাবে শেখার প্রবল আগ্রহ নিয়ে আমরা কয়েকজন একটি নতুন গ্রুপ খোলার ইচ্ছা করেছি। যে গ্রুপে ইংরেজির বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করে সমাধান বের করা হবে, ইংরেজিতে ভালো করার বিভিন্ন টিপস শেয়ারিং হবে... এ বিষয়ে সর্ব শেষ পোষ্টটাতে
নতুন করে অনেকেই আমাদের সাথে থাকার কথা জানিয়েছেন-
রিজভী নেয়াজ খুলনা, মেঘ_কম, পাপী ০০৭, পোয়েট ট্রি, সমুদ্র কন্যা, অপটিমাস প্রাইম, এ.টি.এম. মোস্তফা কামাল, সাধারণমানুষ, পল্লী বাউল, তর্ষ, ঘুমরাজ, অপ্রয়োজন, বিডি আইডল, মানুষ, গুরুজী, তারিক মাহমুদ (তারিক)...
তো এ বিষয়ে আপনার মতামতটা কী। আমরা তা জানতে চাই। আমাদের একটা প্রাথমিক টার্গেট ছিলো- অন্তত একশ’ জন সদস্য নিয়ে গ্রুপের শুরুটা করা। কিন্তু আমরা চাচ্ছি- এখন যত দ্রুত সম্ভব গ্রুপটা খুলে ফেলতে। তো আপনার মতামতটা আমাদের জানান...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।