আমাদের কথা খুঁজে নিন

   

কাল সারা রাত ছিল যন্ত্রণার রাত

জীবন বুনে স্বপ্ন বানাই মানবজমিনে অনেক চাষ চাই

একটা মেইল পাঠাব। এই ছিল কাজ। নেট ব্যবহারকারী হিসেবে এটা খুব সামান্য কাজ। কিন্তু কাল রাতে আর পাঠানো গেল না। রাত ১২টা ৪০ মিনিটে প্রথম চেষ্টা করলাম।

জিমেইল খুললই না প্রথমে। যাও খুলল সেটা মরা অবস্থায়। নট নড়ন চড়ন। আমার ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানটি আফতাব ও ব্রাক থেকে লাইন নিয়েছেন । সেই প্রতিষ্ঠানে ফোন দিলাম রাত ১টায়।

তিনি ফোন ধরে বললেন, তার কোন সমস্যা নাই। সারা বংলাদেশ যেই সরকারী প্রতিষ্ঠানটি থেকে ইন্টারনেট সুবিধা পায় সেই প্রতিষ্ঠানেই সমস্যা। আমি বললাম, তাদের কাছে ফোন করেন। তিনি বললেন, এই ফোন করার দায়িত্ব আফতাব বা ব্রাকের । আমি বললাম, আফতাব বা ব্রাকে ফোন করেন।

তাদের ফোন করতে বলেন। তিনি বললেন, তারা কার কাছে ফোন করবেন ? সরকারী প্রতিষ্ঠানটিতে কোন লোক নাই। ফোন ধরারই লোক নাই নাকি। কাল সকালের আগে আর ইন্টার নেট চালু হওয়ার কোন সম্ভাবনা নাই। আমার মাথায় বাড়ি পড়ল।

আমার এক স্থানীয় পত্রিকায় চাকুরি। সেই সুবাদে কিছু ছবি ও নিউজ পাঠাব ঢাকায়। না পাঠাতে পারলে পত্রিকা প্রকাশিত হওয়া অনিশ্চিত। রাত ২টা পর্যন্ত অনবরত চেষ্টা করে গেলাম। কোন লাভ হল না।

রাত ২টা ২০ মিনিটে হঠাৎ করে কিভাবে যেন ই-মেইল চলে গেল। ঢাকায় ফোন দিয়ে জানালাম, অবেশেষে ই-মেইল পাঠাতে পেরেছি। আধ ঘণ্টা পরে ঢাকা থেকে জানাল, তারা নিউজ নামাতে পারলেও ছবি নামাতে পারছে না। ইন্টারনেট লাইন খুব ধীর গতির। ছবিগুলো আর নামানো গেল না।

অবশেষে কিছু ফাইল ছবি ও সামান্য নিউজ দিয়ে পত্রিকা ছাপাখানায় পাঠানো হল। আমাদের সরকার ডিজিটাল বাংলাদেশ বানাতে চায়। অথচ কোথায় কোথায় পরিবর্তন করা দরকার সেটাই নির্ধারণ করতে পারে নি এখন। ২৪/৭ ইন্টারনেট সার্ভিস চালু না রাখতে পারলে কেবল গালভরা শ্লোগান দিয়া ডিজিটাল বাংলাদেশ হবে না। আমার হিসেবে প্রতি ১৫ দিনে একবার এই সমস্যা হয়।

হঠাৎ করে ইন্টারনেট লাইন নাই। কী ব্যাপার ? খোঁজ, খোঁজ। শেষ পর্যন্ত বের হয় তার কাটা পড়েছে অথবা সরকারী প্রতিষ্ঠানটি কর্মটি করেছে। তারটা রক্ষা করারই সামর্থ্য নাই আমাদের পুরো জাতির। এই সার্ভিসের অবস্থা নিয়ে কিভাবে ডিজিটাল বাংলাদেশ গড়বে আমাদের সরকার ? গোড়ায় যদি শিকড় কাটা থাকে, আগায় পানি ঢেলে লাভ কী ?



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।