যদি নির্বাসন দাও.................................................................. আমি ওষ্ঠে অঙ্গুরী ছোঁয়াবো আমি বিষ পান করে মরে যাবো! বিষণ্ন আলোয় এই বাংলাদেশ নদীর শিয়রে ঝুঁকে পড়া মেঘ, প্রান্তরে দিগন্ত নির্নিমেষ- এ আমারই সাড়ে তিন হাত তুমি।
কাল আমি খুব কষ্টে ছিলাম-
আমার কষ্টগুলো নীরবে জমাট বাঁধতে বাঁধতে
একসময় হিমালয় হয়ে উঠলো বুকের পাঁজরের আঙিনায়।
খুব আশা করেছিলাম একসময় তুমি মোহন হাতে
ছুঁয়ে যাবে আমায় আর আমার সব ব্যাথা পলকে রূপান্তরিত হবে জলে।
কিন্তু হায়- আমার সমস্ত হাহাকার দিকভ্রান্ত পথিকের মতো
ছোটাছুটি শেষে, মরুপ্রান্তর পেরিয়ে, কাটাঁতার পেরিয়ে,
উপত্যকা বেয়ে ফের ডানা ঝাপটাতে ঝাপটাতে
আমারই কাছে ফিরে এলো আরো নগ্ন হয়ে।
আমি সারারাত তাদের বুকে নিয়ে এপাশ-ওপাশ করলাম,
যতই কষ্টগুলিকে ফানুস বানিয়ে উড়িয়ে দিতে চাইলাম
ততই তারা ডাল-পালা নিয়ে ঝাপিয়ে এলো, আর-
আমায় অঝরে ভিজিয়ে দিলো কষ্টের গাঢ় লাল রঙে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।