আমাদের কথা খুঁজে নিন

   

সবুজায়ন চাই সব কিছুতে!



পৃথিবীতে প্রাকৃতিক বিপর্যয় ভয়াবহ আকার দারন করেছে। অনুন্নত দেশগুলোর তুলনায় উন্নত দেশগুলোই এর জন্য দায়ী বেশি। এজন্য পৃথিবী ব্যাপি বিভিন্ন সম্মেলন, কথা-বার্তা চলছে। আমাদের মত অনুন্নত বা উন্নয়নশীল দেশগুলোই এর কুফলটা বেশি ভোগ করে থাকি। যদিও প্রাকৃতিক বিপর্যয়ের জন্য বেশির ভাগে অংশে দায়ী উন্নত দেশগুলো। এ প্রেক্ষিতে আমরাও আমাদের দেশটাকে পরিকল্পিত উপায়ে সবুজায়ন করতে পারে, কিছুটা হলেও এ বিপর্যয় থেকে রক্ষা পেতে পারি। ঢাকার বাতাসে কার্বন ডাই অক্সাইডসহ বিষাক্ত রাসায়িক পদার্থের পরিমাণ ভয়াবহ হারে বেড়ে গেছে। আপনার আমার সকলের একটু চেষ্টায় পারে এ প্রাকৃতিক এ বিপর্যয় থেকে রক্ষা পেতে। আসুন যার যার সামথ্য অনুযায়ী সবুজায়ন করি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।