আমাদের কথা খুঁজে নিন

   

গানের খসড়া

উন্মাদ খুলির পৃষ্ঠাগুলি

এক তোমার চোখের নদী ভাসে আমার চোখের জলে রাত বিরাতে সেই জলেরই জল তরঙ্গে প্রাণ কথা বলে। সেই প্রাণের নেই তো কোন ছলা কলা দৃষ্টি মেলেই চলে তাঁর কথা বলা রাতের নগর ভাসুক তোমার মুখের কাশফুলে। । মনের টানে ছলাৎ ছলাৎ শব্দের ঢেউ মনোরেলে দিগন্ত বিস্তারী কেউ কাছে ডাকে তাকে কোলে তুলে নিয়ো। গভীর রাতে তারাদের আলোতে মনভেজাতে তার কিনারে মনের নাওয়ে মন ভিড়াতে দিয়ো ।

জলের শব্দে জাগবো আমি জাগাবো তোমাকে মনোরেলে। । দুই নৈশ আলিঙ্গনে ভেসে ওঠে শহরে তোমার বৃষ্টিভেজা নথ হারানো মানুষেরা খুঁজে ফেরে তোমার নথে চুমকি তারা পথ। নগর দ্বারে দাঁড়িয়ে থাকা চুল খোলা সীমানা মুছে উড়ে যায় মন সরণি তোমার হাতের মুঠোয় নগর আলো ঝলমলে আমি জাগছি একা এই রজনী। হাড়ের ভিতর রোজ সকালে ভেঙে পড়ে আমার শোকের রথ।

তিন রাত ফুরালে জানালাতে আগুন জ্বেলো কাঠের পুতুল দেখবে তোমায় ডাকবে দিনের সূর্য আমায় গিটার তারে ঝুলবো আমি তোমার পথের ধুলো। প্রতিদিনকার প্রতিহিংসায় উড়বে তোমার নথ থেমে থাকবে হাওয়ার পালকি থেমে থাকবে রথ দেখবে তোমার খোঁপার আকাশ আমার আয়নাগুলো। আবার যখন রাত আসবে নিভিয়ে দিও আগুন মনের কোনে জমবে নিশি জমবে তারার ফাগুন মেঘের সাথে তখন না হয় তোমার খোঁপা খুলো।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.