মানুষ হয়েও মানুষ হতে হয় পুনরায়। ওরে ছাগু ওরে আমার পাঠা,
তোমরা অনেক ভাবেই চেষ্টা করেছ শাহবাগের গণআন্দোলনকে নিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে। তোমরা চেয়েছ জনগন যেন তোমাদের কথা মত ভাবতে শুরু করে এটা নাস্তিক, বাম, আওয়ামী, ফ্যাসিবাদি, গাঁজাখোর আর বেশ্যা’দের আন্দোলন। তোমরা চেয়েছিলে ‘লাকি’কে বেশ্যার সার্টিফিকেট দিতে। তোমরা চেয়েছ ব্লগার রাজীব কে হত্যা করে সাম্প্রদায়িক সংঘর্ষ ছড়িয়ে দিতে।
তোমরা চেয়েছ ব্লগারদেরকে টপ লিস্টে রেখে তাদের মুখ বন্ধ করে দিতে চিরতরে। তোমরা চেয়েছ তোমাদের রাজাকার বাপদের কে রক্ষা করতে।
কিন্তু তোরা জানিস না যে, এদেশের জনগন তোদের মত মাথা মোটা নয়। তোদের মত ধর্ষক মানবতাবিরোধী রাজাকারদের পক্ষে কেউ নয়। তোরা যেখানে সাম্প্রদায়িকতার সংঘর্ষ ছড়িয়ে দিতে চেয়েছিলি, সেখানে তারা কাঁধে কাঁধ মিলিয়ে উচ্চস্বরে স্লোগান দিচ্ছে “জামায়েত-শিবির-রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়” তোরা যাকে বেশ্যার সার্টিফিকেট দিতে চেয়েছিলি, বাংলার জনগন তাকে 'অগ্নিকন্যা' বলে ঘোষণা দিয়েছে এবং তাঁরই বজ্রকন্ঠে স্লোগান দিচ্ছে “জয় বাংলা” তোরা যাকে নাস্তিক বলে খুন করেছিস, জনগন তাকে ভাই বলে ভালবেসে বুকে জড়িয়ে ধরে কেঁদেছে।
তোরা যাদেরকে টপ লিস্টে রেখে খুন করতে চাচ্ছিস, আমরা তাদের পাশে থেকে তোদেরকে প্রতিহত করতে সর্বদাই প্রস্তুত আছি।
আর শুনে রাখ- এই দেশ থেকে রাজাকার, আল-বদর, আল-সামস্ সহ সকল যুদ্ধাপরাধীদের কে নির্মূল করে তবেই শাহবাগ ছাড়বো। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।