আমাদের কথা খুঁজে নিন

   

Marry and Max – এই মুভিটা দেখেছেন কেউ?? না দেখলে মিস করেছেন

কত কিছু যে করতে চাই, তবুও কিছু করতে না পারার দায়ে মাথা খুঁটে মরি ।
পোস্টটা লিখেছিলাম ৫ দিন আগে। আজকে পাবলিশ করার সময় পেলাম। অসাধারণ অসাধারণ একটা মুভি। মানে, একেবারেই তুলনাহীন।

লা মিজারেবল পড়েছেন কেউ? এই উপন্যাসটা পড়ার পর আমার যে ধরণের অনুভূতি হচ্ছিল, এখন ঠিক সে রকম লাগছে। নাহ, এই মুভি আর লা মিজারেবলের কাহিনীর একেবারেই মিল নেই। কিন্তু অনুভূতিটা আমার ওরকম হলে আমি কী করব? দিস মুভি ইজ রিয়েলি স্পেশাল। এই মুভির ব্যাপারে আগে থেকে কিছু না বললেই না। প্রথমত, ধৈর্য্য না থাকলে দেখার দরকার নেই।

প্রথম ১০ মিনিট ধৈর্য্য লাগবে। দ্বিতীয়ত, সহজ টাইপ ক্লাসিক দেখার মুড আছে ত? তৃতীয়ত, এনিমেশন ভেবেই নাক সিঁটকালে কিছু বলার নেই। মুভিটা অতি অবশ্যই বড়দের জন্য বানানো। মুভিটায় যখন আগুন জ্বালানো হয়, যখন আলো দেখানো হয়, যখন বৃষ্টি পড়ে, চরিত্রের চশমার ফ্রেমে আলোর রিলেকশন পরিবর্তনের হার সব কিছু দিয়েই বুঝা যায় যে, এনিমেশনের পেছনে প্রচুর খাঁটনি গেছে। কিন্তু মজার ব্যাপার এর মানুষগুলো।

একেবারেই কার্টুন ক্যারাক্টার, আর অবশ্যই এটা ইচ্ছাকৃত। চোখগুলো বোতামের মত, নাম ইয়া বড় আর কান এত্ত বড গোল। কিন্তু যখন দেখা যায় একটা জুতা মাটিতে পড়ে আছে আর সেই দৃশ্য এত নিখুঁত, তখনই বোঝা যায় যে, মানুষের বা ক্যারাক্টারগুলোর এই চেহারা করাটা ইচ্ছাকৃত। কারণ, শত ভাঁজ পড়া, দাঁত বের হওয়া, গোল কান আর গোল মাথার দিকে পাঁচ মিনিট তাকিয়ে থাকলে, একটু পড়ে শুধু একটা জিনিসই চোখে পড়ে, সেটা হল একেবারে ক্রিটিকাল অনুভূতিরও নিঃস্বার্থ বহিঃপ্রকাশ। সুন্দর আর স্বাভাবিক একটা চেহারাতে এই অনুভূতির প্রকাশটা এত নিখুঁত আসত না মোটেও।

আই এম ডি বি রেটিং ৮.৩ ডাউনলোড লিংক http://www.megaupload.com/?d=FNCHCLZL কাহিনী একেবারেই সোজা। শুধু মেকিংটা ক্লাসিক। অস্ট্রিয়ার আট বছর বয়েসী একটা দুঃখী মেয়ে আর আমেরিকার ৪৪ বছর বয়েসী একজন নিঃসঙ্গ পুরুষ চিঠির মাধ্যমে একটা বন্ধুত্ব গড়ে তোলে। মধ্যবয়স সদ্য পার হওয়া এই বুড়োর অভিজ্ঞতা আর কাহিনী ছোট্ট মেয়েটার কাছে অন্যজগতের মনে হত। সব কিছু এমনই থাকে।

এতই সিম্পল আর সহজ। কাহিনীতে ঝাকি দেয়ার জন্য কোন রকম টুইস্ট জোর করে আনা হয় নি। কাহিনীর পরিণতি খুবই স্বাভাবিক আর একই সাথে প্রচণ্ড দুঃখবোধ আর চোখের সুখটা দিতে সক্ষম। এই শেষ অনুভূতির তুলনা হয় না। না দেখলে মিস করছেন।

একেবারে শেষ মুহূর্তে বুঝতে পারবেন আমি কী বুঝাতে চাচ্ছিলাম। [কৃতজ্ঞতা স্বীকারঃ লিংক কাঙাল মামার সিনেমার পোস্টটা থেকে দিলাম। ]
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।