আমাদের কথা খুঁজে নিন

   

লুতু পুতু প্রেম কাব্য (নো ১৮ +++ খেয়াল কইরা)

যদি স্বপ্ন দেখার সাহস থাকে মনে, তবে এসো হয়ে যাক.... আগুনের পেয়ালায় ভালবাসা এক্কাপ...। !! ( এহা একটি সত্যিকারের লুতু পুতু প্রেমের কাব্য কথন ) (১) ছেলেঃ বুক ফেটে যায় কে বাচাবে? আমার জীবন জলে যাবে মেয়েঃ মেয়ে নাকি ডুবুরি জান বাচাতে নেই জুড়ি! (২) ছেলেঃ শূন্য আমি নিরবধি কাঠ হল বুক, জল পেতাম যদি! মেয়েঃ বাইনারী সংখ্যা দুই শুন্য আর এক তোর জন্যই আমি প্রিয় চেয়ে দেখ! (৩) ছেলেঃ তৃষ্ণা ভীষণ মনে দুঃখ দেয় জনে জনে। মেয়েঃ মায়া করে জনে জনে তবু দুঃখ অবুঝ মনে?!! (৪) ছেলেঃ চাইনা আর বাঁচতে সব কিছু তিতা, ঘুড্ডি কইরা উড়াস আমায় হাতে নিয়ে রঙ্গিন ফিতা। মেয়েঃ তুই ঘুড়ি, আমি সুতা এক ছাড়া অন্য বৃথা। (৫) ছেলেঃ আমি মরি জল পিপাসায় তুই করিস মস্করা , কেন আমি দিতে গেলাম জালিমরে আস্কারা ।

মেয়েঃ সস্তা জলে তৃষ্ণা মেটেনা শুদ্ধ জল সহজে জোটেনা। তৃষ্ণা মিটবে সময় হলে সবুরে নাকি মেওয়া ফলে! (৬) ছেলেঃ মনে যখন উঠে তুফান হৃদয় হয় ফালা ফালা কেনরে তুই এমন করিস সহেনা আর জ্বালা। মেয়েঃ কাদিস তুই চোখে দিয়া তেল, সময়মত আমার মাথায় ভাঙ্গিস বেল। (৭) মেয়েঃ সিএনজির সিট অনেক বড় কাছে ক্যান, দূরে সড়ো। ছেলেঃ আমি বলি ভাল বাসী তুই বলিস দূরে যা , হাসি মুখটাই দেখলিরে দেখলিনা চোখ ভেজা।

(৮) ছেলেঃ যদি আমি হাড়িয়ে যাই দূর আকাশের তারায়। কাদবি কিরে আমার লাগি একা নিরালায়? মেয়েঃ সাথে নিও আমাকেও রব দুজনায়, তুমি ছাড়া একা থাকবো না হায়। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।