অনাগত প্রিয়া মুহাম্মাদ আসাদুল্লাহ্ অনগত প্রিয়া তোমার লাগি গাহিতেছি এ গান, জানিনা কবে মিলিব কুজনে এক হবে দুটি প্রান। একবার যদি মোর মুখ পানে আখি পল্লবে চাহ্, জনম ভরি বিকাইব আলো আপনারে করি দাহ । চন্দ্রপুরিতে হারাইব দুজনে এক ডোরে বাধি প্রান, যত কথা সব গঁথিব সুরে রচিব সুখের গান। লোভাতুর ওষ্ঠ কবেনা কথা কবে শুধু বোবা আখি, স্রান্ত মনে ফিরিব মোরা ডাকিলে ভোরের পাখি। হ্রদয় জমিন শুকিয়া গিয়াছে সে কথা জাননা তুমি, আসিবে কবে ভিজিয়ে দিতে রুক্ষ এ মরু ভুমি ?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।