আমাদের কথা খুঁজে নিন

   

আমার কিটি আমার মতোই লক্ষীমেয়ে



জন্ম থেকে পুতুল খেলি আমি ছিলাম একটা পুতুল ছোট্ট ছিলাম বলে হয়তো পুতুল বলে ডাকতো সবাই- বড় হয়েও পুতুল খেলি পুতুলগুলি আমার সাথে আমার মতো বড় পুতুল; বড়রাও সব পুতুল খেলে বড় পুতুল ছোট পুতুল আমার মতো জ্যান্ত পুতুল ওরা সবাই নিজেও পুতুল বড় পুতুল বুড়ো পুতুল থাকলে একা আয়না দেখে নিজের সঙ্গে পুতুল খেলা; জন্ম থেকে পুতুল খেলি এ্যাত্তো বড় আর হবো না যত্তোবড় হলে আমার পুতুলগুলি বুড়িয়ে যাবে। পুতুলবুড়ি হারিয়ে গেলে কবিতাগুলি ফুরিয়ে যাবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।