আমাদের কথা খুঁজে নিন

   

কিটি পার্টিতে বিদ্যা

ভারতের তিনটি শহর দিল্লি, চ-ীগড় এবং লখনৌতে তিনটি আলাদা কিটি পার্টির আয়োজন করবেন বিদ্যা। এ বিষয়ে ‘ঘনচক্কর’ সিনেমার পরিচালক রাজকুমার গুপ্ত জানান, স¤প্রতি একটি কিটি পার্টিতে কয়েকজন মহিলার আলাপচারিতা শুনে এই অভিনব প্রচারণার কথা মাথায় আসে তার।
রাজকুমার বলেন, “আমি এবং বিদ্যা স¤প্রতি একটি কিটি পার্টিতে কয়েকজন মহিলাকে নিজেদের মধ্যে গল্প করতে শুনি। আর তখনই এই ধারণাটি আমাদের মাথায় আসে। তারা আলাপ করছিলেন তাদের বিবাহিত জীবনের ব্যাপারে। তারা বলছিলেন তাদের স্বামীরা কতখানি অলস প্রকৃতির এবং ভুলোমনা।”
তিনি আরও বলেন, “আমরা তখনই সিদ্ধান্ত নেই যে এই রকম একটি পার্টির আয়োজন করব, যেখানে মহিলারা তাদের স্বামীদের নিয়ে এভাবে আলাপ করতে পারবে।”
‘ঘনচক্কর’ সিনেমায় বিদ্যা অভিনয় করেছেন একজন চটপটে পাঞ্জাবী গৃহবধূর চরিত্রে, তার বিপরীতে রয়েছেন ইমরান হাশমি। সিনেমাটি মুক্তি পাবে ২৮ জুন।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।