আমাদের কথা খুঁজে নিন

   

পালার নাম রিকশা



ছেলেটি দর্শনে ভালো তাই দেখে চমকালো মেয়েটি দু’জনের শুরু পথ হাঁটা। উভয়ে বিপদে বাড়ালো পা বিপথেই কিনা কেউ জানে না সমাজবিজ্ঞান তার ইতিহাসজ্ঞানে জানে এরকম দু’জনে চলার মানে। নিরাশ্রয় এসকল ভালোবাসাবাসি রিকশায় নিয়েছে আশ্রয় পর¯পর হাঁটা নয় তাই চলা হলো শুরু ত্রি-চক্রযানে ভর করে আসি আসি করা এই শীতের দুপুরে। উভয়ের চোখে বিস্ময়ের ঘোর মিঠেকড়া নগর দুপুর অনাবিষ্কৃত থেকে গেল স্থির নাকি চলমান পাশাপাশি বসে। নিবদ্ধ রয়েছে তারা যৌথতার মনে কথা ও ব্যাথার ফাঁকে এক দুই গুনে সে কথা ও সে ব্যাথার উপশম নাই চক্করে চক্করে তারা তাই ত্রি-চক্রযানেই চড়ে আর ঘুরে শহরের যত বিভিন্ন বয়েসি মোড়ে। কতটা বয়স হলো এই শহরের? আরো কত পরিণত হলে পাশাপাশি বসে স্পর্শের শীত শিহরণে নিজের ভিতরে তারা ভাবে নিজস্ব নিয়মে ভেদ করে এই চক্রব্যুহ কবে আমরা হবো অভিমুন্য ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।