[অন্যর দোষ না খুঁজে আগে যদি সবাই নজের দোষটা খুঁজত তাহলে বোধহয় সব সমস্যার সমাধান হয়ে যেত]............... [পথের শেষ নেই, আমার শেষ আছে, তাইত দ্বন্দ্ব] http://mamunma.blogspot.com/
মহুয়া পালার গানটি যদি থাকে ...একটু কি পাঠাবেন কেউ
মৈমনসিংহ গীতিকা ুমহুয়াচ্ পালার কয়েকটি অতীব মধুর লাইন এখানে নিচে উদ্ধৃত করলাম। এই লাইন ক্থটি নিয়ে গাওয়া একটি খুবই সুরেলা সংগীত আছে আমাদের সংগীত অঙ্গনে।
গানটি আমার কাছে ছিল একসময়। শুনতাম। আমার এক পরিচিত বড় ভাইকে গাইতে দেখতাম ঢাকা ভার্সিটির উঠোনে নিয়মিত।
গানটি খুঁজে পাচ্ছি না । কোন সিডির চিপ্যায় লুকাইছে কি জানি?
কারও কাছে থাকলে কি একটু লিংক বা মেইলে পাঠানোর ব্যবস্থা করা যায়...
...
...
নয়া বাড়ী লইয়া রে বাইদ্যা লাগাইল বাইঙ্গন।
সেই বাইঙ্গন তুলতে কইন্যা জুড়িল কান্দন \
কাইন্দ না কাইন্দ না কইন্যা না কান্দিও আর।
সেই বাইঙ্গন বেচ্যা দিয়াম তোমার গলার হার \
নয়া বাড়ী লইয়া রে বাইদ্যা লাগাইলো উরি।
তুমি কইন্যা না থাকলে আবার গলায় ছুড়ি \
নয়া বাড়ী লইয়া রে বাইদ্যা লাগাইলো কচু।
সেই কচু বেচ্যা দিয়াম তোমার হাতের বাজু \
নয়া বাড়ী লইয়া রে বাইদ্যা লাগাইলো কলা।
সেই কলা বেচ্যা দিয়াম তোমার গলার মালা \
নয়া বাড়ী লইয়া রে বাইদ্যা বানলো চৌকারী
চৌদিগে মালঞ্চের বেড়া আয় না সাড়ি সাড়ি \
হাস মারলাম কইতর মারলাম বাচ্যা মারলাম টিয়া।
ভালো করে রাইন্দো বেনুন কাল্যাজিরা দিয়া \
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।