ইদানিং ডেনমার্কে ইমিগ্রেশনের ব্যাপারে মানুষের উতসাহ চোখে পড়ার মত। আমার কাছে কোনো তথ্য নেই তবে এটা বোঝা যাচ্ছে যে ঝাকে ঝাকে বাঙ্গালী স্ক্যান্ডিনেভিয়ার এই দেশটিতে ছুটছে। আশা করা যাচ্ছে খুব শীঘ্রই ওখানে নর্থ লন্ডনের মত বাঙ্গালী পাড়া তৈরী হবে।
যাই হোক আমার এই লেখা অবতারনার উদ্দেশ্য আমার একজন কাছের মানুষ। সে ডেনমার্ক এ Greencard scheme এ আপ্লাই করতে চাচ্ছে।
সমস্যা হচ্ছে এক্টাই, টাকা। বাংলাদেশী টাকা হিসেবে তাকে মোটামুটি ১০ লাখ + দেখাতে হবে। তাকে সেই টাকাটা ধার করে তারপর ব্যাঙ্ক এ জমা রেখে ব্যাঙ্ক স্টেটমেন্ট ইসু করাতে হবে।
পাঠক কুলের নিকট আমার প্রশ্ন, আপ্লাই করার পর কতদিন এই টাকাটা মুল আউকাউন্টে রাখতে হবে (যদি অরা ভেরিফিকেশন করতে আসে সেজন্য বলা). যেহেতু ধারের টাকা তাই বেশিদিন রাখলে সেটা কত দিন তা জানা প্রয়োজন।
কারো কোনো ধরনের অভিজ্ঞতা বা আইডিয়া থাকলে জানিয়ে উপক্রিত করবেন।
বি. দ্র.: Danish Immigration Center এর যে query করার জন্যে ইমেইল আইডি আছে সেখানে ইমেইল পাঠানো হয়েছিল, কিন্তুক কোনো রিপ্লাই আসে নি, বোধ হয় এটা অদের ইন্টারনাল ব্যাপার তাই করেনি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।