আজ সকাল ১০ টায় শাহবাগের গনজাগরন মঞ্চের আহবানে সারাদেশের সাথে একযোগে কুমিল্লার মনোহরগঞ্জের প্রায় সকল বিদ্যাপীঠে জাতীয় পতাকা উত্তোলন আর জাতীয় সংগীত পরিবেশন কর্মসুচী পালিত হয়। এতে নেতৃত্ব দেন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা নাথেরপেটুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব শফিকুল ইসলাম।
নাথেরপেটুয়া, বিপুলাসার, লক্ষনপুর,উত্তর হাওলা, খিলা,সরষপুর ইউনিয়নের প্রতিটি বিদ্যাপীঠে এই কর্মসুচী পালিত হয়। কর্মসুচী শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের যুদ্ধাপরাধীদের ’৭১ সালের কর্মকান্ড সম্পর্কে অবগত করা হয় এবং মুক্তিযুদ্ধের চেতনার প্রতি আনুগত্যের শপথ বাক্য পাঠ করা হয়। শপথ পাঠ পরিচালনা করেন সাইচকাইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আব্দুল জব্বার।
তবে উপজেলার একটি বিদ্যালয়- ফেনুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসুচী পালিত হয়নি। কারন সহজে অনুমেয়।
কর্মসুচী শেষে এক প্রতিক্রিয়ায় বীর মুক্তিযোদ্ধা প্রধান শিক্ষক শফিকুল ইসলাম বলেন, যতক্ষন পর্যন্ত ব্লগারদের যতরকমের কর্মসচী থাকবে, আমরা সব কর্মসুচীতে অংশগ্রহন করব। হরতাল প্রতিরোধসহ জামায়াতের অস্তিত্ব যেন না থাকে- এমন কঠোর কর্মসুচী দেয়ার জন্য তিনি যুবকদের প্রতি আহবান জানান। তার বিশ্বাস শাহবাগের যুবকরাই এটা পারবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।