আজকাল ব্লগে একদল চাটুকারের আনাগোনা টের পাচ্ছি। বাংলাদেশে ঢের ভালো মানের কবি থাকতে এরা দল বেঁধে এক অকবির গুণগানে এমনই কোরাস গাইতে শুরু করেছে যে মনে হচ্ছে বঙ্গদেশে বুঝি এক নব্য হোমারের আবির্ভাব ঘটলো! এদের একজনের পোস্টে আমি মন্তব্য করেছিলাম যে প্রকৃত কবিকে টেনে হিঁচড়ে পরিচয় করাতে হয় না। তাঁরা একদিন ঠিকই আপন আলোয় ভাস্বর হয়ে ওঠেন। মৌলিক সৃজনশীলতা আর উপলব্ধির গভীরতা ছাড়া কবিতা হয় না। এইসব না বুঝেই যারা অর্থহীনভাবে পঙক্তির পর পঙক্তি অকাব্য লিখে গাঁটের পয়সা খরচ করে বই ছেপে কবিখ্যাতি কিনে ফেলতে চায়, বস্তুত কবিতার দেশে ক্ষণিক নৈরাজ্য সৃষ্টি ছাড়া এরা আর কিছুই করতে পারে না। সময়ে আপনি ছাঁটাই হয়ে যায়। কাজেই চাটুকারিতা বাদ দিন! এই মন্তব্যের পর ওই ব্লগার, (যে কিনা নিজের নামের বানান জান না, নিজের ব্লগে একবার লিখেছে 'আফসার' আবার 'আফছার', কী শুদ্ধাশুদ্ধিজ্ঞান!) আমাকে ব্লক করে রেখেছে।
আমার ক্ষীণ সন্দেহ, নির্বাচনে 'আমার ভাই, তোমার ভাই'-এর মতো "দীন" কবিযশোপ্রার্থীরা কি ভাড়াটে প্রচারক নিয়োগ করতে শুরু করেছে? এরপর কি মিছিল বেরুবে -- 'মোদের দাবি মানতে হবে, কবি স্বীকার করতে হবে'?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।