আমাদের কথা খুঁজে নিন

   

Image editing Software ছাড়াই ইমেজ এডিট করুন online এ বসেই কয়েক মিনিটে।



এই লিংকে। মনে করুন হঠাৎই আপনার একটি ছবি এডিট করা দরকার কিন্তু আপনার কাছে কোন Image editing Software নেই। যদি Image editing Software না থাকে তাহলে ও আপনি সেই কাজটি সারতে পারেন অনলাইনে ই। সেই জন্য আপনাকে যেতে হবে এই লিংকে। online-image-editor নামের এই সাইটে গিয়ে আপনি সারতে পারেন আপনার প্রয়োজনী সকল ইমেজ এডিটিং এর কাজ্।

[img]http://img119.imageshack.us/img119/1759/online.jpg[/img] যেমন আপনি ছবির সাইজ ছোট,বড় করা,কোন text লেখা,অথবা ছবিতে আপনর সাইটের adress লেখা ইত্যাদি। যেমন এই সাইটের এই সাইটের সকল ছবিই অনলাইনে এডিট করা। আপনি ইচ্ছা করলেই আপনার ছবির বর্তমান ফরমেটি কনভার্ট করে gif,jpg,bmp ইত্যাদিতে Save করতে পারেন। আপনি ইচ্ছা করলেই সেভ করতে পারেন সরাসরি অপনার কম্পিউটারে অথবা ইমেজ হোসটিং করতে পারেন Image Shack এ। তাছাড়া সবচেয়ে বড় কথা হল এই সাইটের মাধ্যমে আপনি আপনার ছবিকে এনিমেশনে রুপ দিতে পারেন।

আর এসকল কাজের জন্য চলে যান online-image-editor এ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।