জীবনকে এমন ভাবে সাজান যেন আপনার ব্যক্তিগত ডায়েরীটা কখনো লুকাতে না হয়।
আমি কিন্তু আবার হাজির :mrgreen:
ফটোশপের একটা সিম্পল image effect নিয়ে। যথারীতি কথা কম কাজ বেশি 8-)
তো শুরু করা যাক।
ফটোশপ তো ওপেন করতে হবে নাহয় ইফেক্টটা কাজে লাগাতে পারবেন না। আরও যেটা করতে হবে সেটা হলো যে ছবিটাতে ইফেক্টটা দিতে চান সেটাও একটু কষ্ট করে ওপেন করুন।
তবে windows image and fax viewer এ ওপেন করলে তো হবে না। :cry: হা অবশ্যই ফটোশপে ওপেন করবেন। :shock:
এই(background) লেয়ারটার একটা ডুপ্লিকেট লেয়ার নিন।
Duplicate লেয়ারটি সেলেক্ট করুন। সহজ ভাষায় background copy লেয়ারটি সিলেক্ট করুন।
মেনু বার থেকে Filter > Stylize > Find Edges আপ্লাই করুন
লেয়ার মুডটা multiply করুন।
Image > Adjustments > Desaturate আপ্লাই করুন।
নিচের লেয়ার মানে background লেয়ারটি সিলেক্ট করুন।
তারপর Filter > Artistic > Dry Brush আপ্লাই করুন।
Image > Adjustments > Hue/Saturation ক্লিক করুন এবং Saturationকে 50তে অবস্থান দিন
Image > Adjustments > Brightness/Contrast এ ক্লিক করুন(আপনার সন্তুষ্ট পর্যায়ে সেট করুন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।