নর্দমার রাত, হিরন্ময় তাঁত
০১.
আমি আমার প্রিয় বাঙলা চলচ্চিত্রের একটা তালিকা তৈরি করেছিলাম। এবং এইখানে প্রকাশ করেছিলাম। তালিকার উপরে একটা ফটোগ্রাফ দিয়েছিলাম একজনের সেপিয়া রঙে। ওটা দেখে একজন আমার কাছে মেইল পাঠিয়েছিলেন। জানতে চেয়েছিলেন ছবিটি কি কোনো অভিনেতার।
আমি প্রত্যুত্তর করেছিলাম, ওনি পৃথিবীর সবচেয়ে বড় যে কজন চলচ্চিত্র পরিচালক আছেন, তাদের একজন। তিনি একজন অমর সংশপ্তক, প্রিয় ঋত্বিক কুমার ঘটক। কথাটা আমি আবেগের বশে অবশ্যই বলি নি। পৃথিবীর যে কজন নামকরা পরিচালক আছেন, তাদের অধিকাংশ ছবি আমার দেখার সৌভাগ্য হয়েছে। তাই তুলনামূলক বিচার করে কথাটি লিখেছিলাম।
আমার তালিকার প্রথম আটটি ছবি প্রিয় ঋত্বিকের বানানো।
০১. সুবর্ণরেখা
০২. মেঘে ঢাকা তারা
০৩. কোমলগান্ধার
০৪. যুক্তি তক্কো গপ্পো
০৫. অযান্ত্রিক
০৬. তিতাস একটি নদীর নাম
০৭. বাড়ি থেকে পালিয়ে
০৮. নাগরিক
এই আটটি ছবিই তিনি বানাতে পেরেছিলেন। এবং আরো অনেক বানানোর স্বপ্ন চোখে হারিয়ে গিয়েছিলেন।
০২.
ঋত্বিক কুমার ঘটক। জন্ম: ০৪. নবেম্বর, ১৯২৫ এবং মৃত্যু: ০৬. ফেব্রুয়ারি, ১৯৭৬. ঢাকায়।
তিনি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ছাড়াও এগারোটা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র এবং প্রমাণ্যচিত্র তৈরি করেন। এবং একাধিক চিত্রনাট্য লিখেন।
http://en.wikipedia.org/wiki/Ritwik_Ghatak
০৩.
তার আটটি ছবির মধ্যে ছয়টি আমার ভয়ানক প্রিয়। সুবর্ণরেখা, মেঘে ঢাকা তারা, কোমলগান্ধার, যুক্তি তক্কো গপ্পো, অযান্ত্রিক, তিতাস একটি নদীর নাম।
০৪.
ঋত্বিকের অর্থকষ্ট ছিলো, তাই সত্যজিতের মতো ভালো ক্যামেরায় মুভি বানাতে পারেন নি।
সত্যজিৎ স্বীকার করেছিলেন ঋত্বিক অনেক বড়।
ঋত্বিকের ভিতর সত্যিকারের শিল্পির যন্ত্রণা ছিলো।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।