আমাদের কথা খুঁজে নিন

   

জাতীয় কবি নজরুল ও নজরুল সঙ্গীত


কাজী নজরুল ইসলাম। এ নামটার মানেই যেন ঝাঁকড়া চুলে বাবরী দোলানোএক কিশোর, এক প্রেমিক হৃদয়। কিন্তু সবচেয়ে যে দৃশ্যটি আমার চোখের তারায় ভেসে ওঠে সে এক বিদ্রোহী, আত্নপ্রত্যয়ী তরুন যুবকের প্রতিকৃতি। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। এক বিস্ময় ও অবাক করা মেধার নাম কাজী নজরুল।

বিদ্রোহী এবং কবি পরিচয় ছাড়াও নজরুল ছিলেন একাধারে গল্পকার, ঔপন্যাসিক ও প্রাবন্ধিক। তিনি নাটক রচনা করেছেন, তার প্রবন্ধের সংখ্যাও নেহায়েত কম নয়। তার জীবনের একটি মুল্যবান সময় কেটেছে সাংবাদিকতায়,এছাড়াও তিনি একজন মহান পূর্নাঙ্গ সঙ্গীত ব্যাক্তিত্ত। সঙ্গীতের প্রতি তার অনুরাগ খুব ছোটবেলা থেকেই। বাংলা লোকগীতির বিভিন্ন দিক ছাড়াও তিনি মার্গ সঙ্গীতেও তালিম নিয়েছিলেন তিনি।

মার্গ সঙ্গীতের বিভিন্ন রাগ রাগীনি সম্পর্কেও তার ধারনা গড়ে উঠেছিলো। চন্চলমতী এই কবির পক্ষে একাধারে ওস্তাদের কাছে বসে থেকে সাধনা সম্ভব ছিলোনা তবুও অসাধারন প্রতিভাবলে অতি দ্রুত তিনি বিভিন্ন রাগ রাগিনী সম্পর্কে ধারনা করে নিতে পারতেন। কবি নজরুল তার সঙ্গীতে যে অভাবনীয় দক্ষতায় নানা রাগ রাগিনীর মিশ্রন ঘটিয়েছেন তা সত্যিই অচিন্তনীয়, মনোমুগ্ধকর ব্যাপার স্যপার আমার দৃষ্টিতে। যেমন চেয়ো না সুনয়না আর চেয়ো না এ নয়নপানে- এ বিখ্যাত গজলটির সুরে তিনি দুটি রাগের সংমিশ্রন ঘটিয়েছেন । একটি বাগেশ্রী অন্যটি পিলু।

আমার অসম্ভব প্রিয় দুটি রাগ আর এই গানটি আমার তাই এত প্রিয়। পিলু খামাজ ঠাটের রাগ আর বাগেশ্রী কাফি ঠাটের এ দুই সুর সাধারনত একসাথে ভালো লাগার কথা নয়। তবু এ গান শুনে মনে হয় কিভাবে সম্ভব এমন অপূর্ব এক সৃষ্টি! গানটির প্রথমাংশ বাগেশ্রী আর শেষাংশ পিলু। আরেক রাগ ভীমপলশ্রীর সূরে কবি গড়ে তুলেছেন পাষানের ঘুম ভাঙালে গানটি। গানটির মধ্যে এক কান্নার সূর যেন খেলা করে যায়।

পাষানের ভাঙালে ঘুম Click This Link আরেকটি গান মনে পড়ছে, খামাজ- কুহু কুহু কোয়েলিয়া । Click This Link কবি নজরুল তার গানে অনেক আরবী ফার্সী শব্দ ব্যাবহার করেছেন। এ যেন নজরুল সঙগীতের আরেক বৈশিষ্ঠ। আলগা করো খোঁপার বাঁধন, দিল ওহি মেরা ফাস গায়ী Click This Link বৃন্দাবনী সারং এ একি মধু শ্যাম বিরহে এ গানটিতে একদিন আমার মন মজেছিলো। সারাদিন গুন গুন করে গাইতাম আর দাদীর বকা খেতাম।

কৌশিকি কানাড়ায় শ্নশানে জাগিছে শ্যামা ও কেদারায় আজো কাঁদে কাননে কোয়েলিয়া। উফ এই সব গান শুনে একদিন আমার মাথাটা কম খারাপ হয়নি। Click This Link নজরুলের কোরাস গানও কম বিস্ময় নয় আমার কাছে। দুর্গম গিরি কান্তার মরু গানটির মধ্যে রয়েছে এক অপূর্ব মাধুর্য্য ও উন্মাদনা আর রয়েছে এক আত্নবিশ্বাসের বলিষ্ঠ স্বর। Click This Link (এখানে সব্যসাচীর আবৃত্তি দিলাম) তার দেশপ্রেম ও সুরঝংকার গান মানেই কারার ঐ লৌহ কপাট ।

একি সাথে এই শিকল পরা ছল ও তোরা সব জয় ধ্বনী কর এসব গানও যুগে যুগে আমাদেরকে যুগিয়েছে অনুপ্রেরনা বাণী। Click This Link সৈনিক জীবন কবি নজরুলকে অনুপ্রানিত করেছে গান রচনায় ও আমাদেরকে দিয়েছে কিছু অবিস্মরণীয় সঙ্গীত। চল চল চল উর্ধ গগণে বাজে মাদল নিম্নে উতলা ধরনীতল...... Click This Link অগ্রপথিক হে সেনাদল যাইহোক, সঙ্গীতে জাতীয় কবি নজরুলের অবদান চিরস্মরণীয়। তার সঙ্গীতের তুলনা একমাত্র তিনিই। আজ আপাতত এতটুকুই থাকুক।

পরে প্রেমিক নজরুলের গান নিয়ে নাহয় বলবো আরেকদিন। তবে এই লেখাটি লিখবার পেছনে যার অনুপ্রেরনা কাজ করেছে তার একটি বিশেষ দিন আজকের এই দিন। তাই আমি তার বিশেষ দিনটিতে তাকেই উ পহার দিলাম এই লেখাটি ও গান গুলি। (যদিও উপ হারটা রেডী করতে একটু দেরী হয়ে গেলো। ) মুকুটবিহীন সম্রাট আপনাকে জানাই জন্মদিনের শুভেচ্ছা ।


 

সোর্স: http://www.somewhereinblog.net     বুকমার্ক হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.