আমাদের কথা খুঁজে নিন

   

মেড ইন চায়না........... (১৮+)

আমি রাজাকারদের ঘৃণা করি,ইতিহাস বিকৃ্তকারিদের আরো বেশী ঘৃণা করি,স্বৈরাচারতন্ত্র মানি না,তারচেয়ে বেশী ঘৃণা করি যারা ক্ষমতার লোভে দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে অন্যের দালালি করে...... তবুও স্বপ্ন দেখি,আশা করি আমার বাংলাদেশ সত্যি সোনার বাংলা হয়ে উঠবে। তবে দিন
এক আমেরিকান আর এক বাংলাদেশী বন্ধু তুমুল ঝগড়া করছে। তাদের ঝগড়া দেখে এক জার্মান বন্ধু এগিয়ে এলো। জার্মান-এই তোরা কি নিয়ে ঝগড়া করছিস????????? আমেরিকান-আমি লিয়েনকে বিয়ে করবো। ও আমাকে ভালোবাসে।

কাল আমরা একসাথে ডিনারও করেছি। বাংলাদেশী-না ও আমাকে ভালোবাসে। গত পরশু আমরা একসাথে নাইট শো দেখেছি। এইবার জার্মান বলে--- আরে বেকুব তোরা তো কেও জানিস না ও হচ্ছে চাইনিজ। বাংলাদেশী বলে-তো????????? জার্মান---- জানিসই তো মেড ইন চায়না.........বেশি দিন যায় না।

আমেরিকান-অহ শিট। আমি এই চাইনিজের পিছনে আর নাই। নো কোয়ালিটি। জার্মান এইবার বাংলাদেশীকে উদ্দেশ্য করে.......কিরে তুই চুপ কেনো???? মুচকি হেসে বাংলাদেশীটা জবাব দেয়........... বেশিদিন না যাক। স্পেয়ার দিয়াই কাম চালায় নিমু।

****বাংলাদেশ তথা তৃতীয় বিশ্বের দেশগুলোতে চাইনিজ পণ্যের যে ব্যাপক প্রসার এবং তার সাথে মানের যে অনুপস্থিতি তা আমরা সবাই জানি। তবু আমরা এখান থেকে বের হয়ে আসতে পারছি না। নিকট অতীতে ম্যলামাইন কেলেংকারি তার প্রমাণ। এই অবস্থা থেকে আমাদের কি উত্তরণের কোনো উপায় আছে নাকি বাস্তবতা আমাদের জন্য সেই পথ রুদ্ধ করে দিয়েছে????
 


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।