আমাদের কথা খুঁজে নিন

   

সাময়িক কাহীনি............ (সত্য ঘটনা)

বিশেষ তেমন কিছুই আমার নেই। সাধারন একটা মানুষ আমি। সেনাবাহিনীর একজন সিপাহী ৫ জনকে উদ্ধার করে ভিতরে থাকা অবস্থায় প্রায় অচেতন হয়ে পড়েন, বের হয়ে আসছেন এমন সময় তার হাত চেপে ধরে একজন মানুষ - '' ভাই আমাকে বাচান''। সিপাহীটি নিজেই পারছিলেননা শ্বাস নিতে - ''আপু আমাকে মাফ করেন, আমার দম বন্ধ হয়ে যাচ্ছে, একটু সময় দেন আমি আবার আসতেসি''। সিপাহীটিকে সুস্থ করার সব পদক্ষেপ নিতে থাকেন ডাক্তার ও ইন্টার্নরা, অচেতন থেকেই প্রলাপ বকতে থাকে সে - ''আমি কথা দিয়ে আসছি ওই আপুকে , আমাকে ছাড়েন আপনারা'' । তার অবস্থা বেগতিক থাকায় তাকে ডাক্তাররা অনেক বুঝিয়ে দমিয়ে রাখেন। একজন লোককে উদ্ধার করে আনতে না আনতেই সে স্ট্রেচার থেকে লাফ দিয়ে পড়ে , বলে ওঠে - ''আমি ছাড়া আরো দুইজন ওইখানে আটকা পড়ে আছে, জায়গাটা আমি ছাড়া কেউ চিনবোনা, আমারে একবার যাইতে দেন আপা, তারা বাইচা আসে, আমি চিকন মানুষ, আমি পারুম ঢুকতে... ------------ সাভারের একটি সত্য ঘটনা। এই না হলে মানুষ ! আশরাফুল মাখলুকাত , সৃষ্টির সেরা জীব ! এবার আসুন, কাল্পনিক ২ টা গল্প পরি: এই পৃথিবীতে ছিলো খুব গরিব একটা রাষ্ট্র তাদের সরকার গরিব, মন্ত্রীরা গরিব রাজনীতিবিদরা গরিব .... . তারা এতই গরিব ছিলো যে একটা বিমানবন্দর এর নাম পরিবর্তন করতে মাত্র ১২০০ কোটি টাকা খরচ করেছিলো। . তাদের দেশের প্রধানমন্ত্রীর প্রতিদিনকার মেহমান আপ্যায়ন খরচ ছিলো মাত্র আড়াই লক্ষ টাকা, . তাদের দেশের মন্ত্রী এমপিরা সরকারী টাকায় কোটি টাকা দামের ভাঙ্গাচুড়া গাড়ীতে চলাফেরা করতো , . বিশালবহুল বাড়ীতে কষ্টে বসবাস করতো ......... . সে দেশের সরকার সত্যিই গরিব ছিলো তাই তারা সামান্য কিছু গরিব মানুষদের জন্য ৬০০ টাকা দামের অক্সিজেন সাপ্লাই দিতে পারেনি , ১০০ টাকা দামের টর্চ লাইট কিনে দিতে পারেনি , ৩০ টাকা দামের পানির বোতল দিতে পারেনি ....... . সে দেশের জনগণ গরিব হলেও মন থেকে তারা ধনী ছিলো তাদের দেশের মানুষ যেন কষ্ট না পায় তাই তারা চাদা তুলে গরিব মানুষগুলোকে বাচানোর ব্যবস্হা করেছিলো ..... . তবে সরকারও ধনী ছিলো তবে সেটা মুখের পটপটানিতে শুধু ..... এবার আরেকটা: একটি কল্পিত দৃশ্যকল্প : এনাম মেডিকেল কলেজের মর্গে 'রানা প্লাজা' হত্যাকাণ্ডে নিহত দুজন লাশের মধ্যে কথোপকথন - ১ম লাশ : ভাই আপনি কানতেসেন কেন? ২য় লাশ: দক্ষিনের ভিটার এক কোনায় বুড়াবাবা-মার কবরের জন্য এক টুকরো জমি রাখছিলাম; আজ সেই জমিতে তাদের নিজের হাতে ছেলের লাশ কবরে নামাইতে হবে, এর চে বড় কষ্ট হইতে পারে! ১ম লাশ : এইজন্যই বোধহয় বলে, 'অল্প শোকে কাতর , অধিক শোকে পাথর' ২য় লাশ : নিজের ছেলের লাশ কবরে নামানো আপনার কাছে অল্প শোক মনে হয়! ১ম লাশ : অই যে দেখেন ভিড়ের মধ্যে আমারবইন টা দাঁড়াইয়া আছে! বেচারি এইটা পর্যন্ত জানেনা তার ভাইটা মর্গে পড়ে আছে, বেওয়ারিশ হিসাবে দাফনের জন্য আঞ্জুমান মুফিদুল এর আম্বুলান্সে উঠানো হইতাসে ।পুলিশ তাদের হাসপাতালেঢুকতে দিতাসে না প্রকৃত লাশের সংখ্যা সবাই যাইনা ফালাইব , এই ভয়ে! আপনার শোক কি এর চে বড়!! বেচারি হয়ত কোনদিন জানতেই পারব না তারভাইটা মরার সময় তার ই দেয়া শার্ট টা পড়া ছিল!!! [Collected: http://www.facebook.com/AltimeFUN]

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।