যদি হই চোরকাঁটা তোর শাড়ীর মাঝে........
ওয়ার্ল্ডপ্রেস ফটো অভ দ্য ইয়ার কম্পিটিশান প্রতি বছরের সেরা আলোকচিত্রগ্রাহককে ভোটের মাধ্যমে নির্বাচিত করে,আয়োজক হইলো 'ডাচ ফাউন্ডেশান' ওয়ার্ল্ডপ্রেস ফটো।
সেরা ফটোগ্রাফার পাইবেন ১০,০০০ ইউরো পুরস্কার, আর বেস্ট ফটোগ্রাফার অ্যাওয়ার্ড তো আছেই
ছবি সিলেকশানের ব্যাপারে কর্তৃপক্ষের বক্তব্য,
'The main prize is given to the image that "... is not only the photojournalistic encapsulation of the year, but represents an issue, situation or event of great journalistic importance, and does so in a way that demonstrates an outstanding level of visual perception and creativity'
(বংগানুবাদে বড়ই দুব্বল )
তয় ফটুগুলান অস্কার জিতা ফিলিমের লাহান
আসেন ফটু তুইলা অ্যাডাই
র্যান্ডার্স, ডেনমার্ক: মোটরবাইক কম্পিটিশানে অ্যাকচিডেন...
পশ্চিম জার্মানী: দ্বিতীয় বিশ্বযুদ্ধের জার্মান বন্দি মুক্ত করসে সোভিয়েত, পিচ্চিটার বয়স ১২ বছর, ছাড়া পাইল ১১ বছর পর..
শার্লট,নর্থ ক্যারোলিনা: হ্যারি হার্ডিং হাই স্কুলের পরথম ব্ল্যাক আমরিকান, ডরোথি কাউন্টস। মাত্র চারদিন ক্লাস করসে
প্রাগ, চেকোস্লোভাকিয়া: জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ-- প্রাগ বনাম ব্রাটিসলাভা, ছবির ভদ্দরলোক প্রাগের গোলকিপার
টোকিও, জাপান: বামদিকে ওটোয়া য়ামাগুচি, ডানপন্থী এক্সট্রিমিস্ট, ডানদিকের বামপন্থী রাজনীতিক ইনিযিরো আসানুমাকে একটা বক্তৃতার মাঝে সামুরাই তরোয়াল দিয়া কোতল করলো
ভেনিজুয়েলা: মিলিটারী বনাম গেরিলা যুদ্ধে এক মিলিটারী মরার আগে কনফেস করতেসে পাদ্রীর কাছে, আশেপাশে নাকি গোলাগুলি চলতেসিল
সাইগন, ভিয়েতনাম: বুদ্ধ লামা থিচ কুয়্যাং ডাক সেচ্ছামৃত্যু বরণ করছেন, ভিয়েতনামী সরকারের বুদ্ধদের এগেইনস্টে চড়াও হবার প্রতিবাদে, শোনা যায় তিনি নাকি শেষ পর্যন্তও এতটুকু নড়েন নাই
গাযীভেরাম, সাইপ্রাস: গ্রীক টার্কিশ গৃহযুদ্ধে স্বামীহারা টার্কিশ মহিলার আর্তনাদ
লেক থুয়ং, বিন ডিন, ভিয়েতনাম: মার্কিন বোমা হামলা থেকে প্রান বাঁচানোর তাগিদে পালাচ্ছে ভিয়েতনামীরা
ট্যাং বিং, ভিয়েতনাম: মার্কিন সেনারা এক মৃত ভিয়েতনামী মুক্তিযোদ্ধাকে টেনে নিয়ে যাচ্ছে
আয়রন ট্রায়াংগাল, ভিয়েতনাম: মার্কিন এম ৪৮ প্যাটন ট্যাংক কমান্ডার, পরথম অ্যাওয়ার্ড উইনিং রংগীন ছবি
সাইগন, ভিয়েতনাম: পুলিশ চীফ নগুয়েন ন গক লোন, মুক্তযোদ্ধা সন্দেহে ভিয়েতনামী হত্যা করছে
লন্ডনডেরী, আয়ারল্যান্ড: ব্রিটিশ ট্রুপস্ এর সাথে আইরিশ ক্যাথলিক সংঘর্ষ
সারব্রাকেন, পশ্চিম জার্মানী: ব্যাংক ডাকাতির পর পুলিশ ডাকাইত গোলাগুলি
ট্রানব্যান, ভিয়েতনাম: মার্কিন নাপাম হামলায় আহত শিশুদের মাঝখানে ফ্যান থি কিম ফুক, পোশাক পুড়ে গ্যাছে, যন্ত্রণায় চিৎকার করছে, আমেরিকানরা বলে এইটা নাকি অ্যাকসিডেন্ট ছিল
সান্তয়াগো, চিলি: প্রেসিডেন্ট সালভাদর আল্লেন্দে, ক্যু এ নিহত হবার কয়েক মুহুর্ত আগের ছবি, ফটোগ্রাফার নিজের নিরাপত্তার কারণে নাম প্রকাশ করেন নাই, তার মৃত্যুর একমাস পর তার নাম প্রেসে আসে ২০০৭ এ
কাও, নাইজার: খরায় তৃষিত মেয়ে ও মা
(চলবে...)
তথ্যসূত্র: আন্তজাল
পরের পর্ব: Click This Link
শেষ পর্ব: Click This Link
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।