আমাদের কথা খুঁজে নিন

   

জেনে নিন: বিশ্বের সবচেয়ে ব্যায় বহুল ৫ টি শিক্ষাপ্রতিষ্ঠান।

জীবনটা সিগারেটের ছাই........
আমাদের দেশে এমন অনেক শিক্ষার্থী আছে যারা সরকারী কলেজের সল্প খরচে পড়াশোনা করার সামর্থ রাখেন না। আর প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কথা তো বলারই প্রয়োজন নেই। যাদের টাকা আছে তাদের কাছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়াটা একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। সাধারন মধ্যবিত্ত পরিবারের কাছে প্রাইভেট বিশ্বদ্যালয়ে পড়াটা শুধু অসম্ভব নয়, দুঃসপ্নও বটে। উন্নত বিশ্বে পড়াশোনার মান যেমন ভালো তেমনি খরচও বেশি।

এতটা বেশি যা অনেকের চিন্তারও বাইরে। গত দশকে পড়াশোনার এই খরচ তুলনামুলকভাবে অনেক বেশি বেড়েছে। যুক্তরাষ্ট্রের শিক্ষা বিষয়ক পত্রিকা The Chronicle of Higher Education এর সর্বশেষ রিপোর্ট অনুযায়ী চলতি বছরের সবচেয়ে ব্যায়বহুল কলেজ ও ইউনিভার্সিটির তালিকা দেয়া হলো। ০১। সারাহ্‌ লরেন্স কলেজ, নিউ ইয়র্ক।

মোট খরচ(২০০৯-২০১০): $৫৫,৭৮৮ (২০০৮-২০০৯): $৫৪,০৬৬ ০২। জর্জটাউন ইউনিভার্সিটি, ওয়াশিংটন ডিসি। মোট খরচ(২০০৯-২০১০): $৫২,১৬১ (২০০৮-২০০০): $৫০,৭০০ ০৩। নিউ ইয়র্ক ইউনিভার্সিটি, নিউ ইয়র্ক। মোট খরচ(২০০৯-২০১০): $৫১,৯৯৩ (২০০৮-২০০৯): $৫০,২৮২ ০৪।

জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটি,ওয়াশিংটন ডিসি। মোট খরচ(২০০৯-২০১০): $৫১,৭৭৫ (২০০৮-২০০৯): $৫০,৫৩৭ ০৫। জনস হোপকিনস ইউনিভার্সিটি, ম্যারিল্যান্ড। মোট খরচ(২০০৯-২০১০): $৫১,৬৯০ (২০০৮-২০১০): $৪৯,৭৭৮ ।
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.