আমাদের কথা খুঁজে নিন

   

জ্বরাক্রান্ত এই আমার কিছু দুঃখময় প‌্রলাপ

সময় হয়েছে আজ আড়মোড়া ভেঙে জেগে উঠার; দৃপ্ত শপথ করে সম্মুখে পা ফেলে ছুটে চলার চিরন্তন সত্য ও সুন্দরের পথে......

আজ পাঁচদিন যাবৎ জ্বরে ভুগছি। শরীর খুব কাহিল হয়ে পড়েছে। প্রচন্ড দুর্বল। বিছানা থেকে উঠতেই পারি না। ভোঁ ভোঁ করে মাথা ঘোরে।

কিচ্ছু খেতে পারিনা। খাবোই বা কোথা থেকে। এই রুঢ় বাস্তবতার শহরে কেইবা কার জন্য এতটুকু করে!! সবাই নিজেকে নিয়ে ব্যস্ত। মানুষগুলো ভয়ানক রকমের নির্লিপ্ত। সারারাত বিছানায় শুয়ে ছটফট করলেও কেউ জিজ্ঞেসও করেনা, এই তোমার কি হলো? না শোনার ভাণ করে পাশ ফিরে শুয়ে থাকে।

মাঝে মাঝে ওদের অস্বস্তি সূচক শব্দ দুঃখবোধ আরও বাড়িয়ে তোলে। শুধু মায়ের কথা মনে পড়ে। মাকে জড়িয়ে ধরে বসে থাকতে ইচ্ছে করে। মায়ের স্নেহ বড্ড বেশি অনুভব করি। মনে মনে ভাবি এই অবস্থায় মমতাময়ী আমাকে কী যত্নটাই না করত।

থাকতে না পেরে ফোনে মাকে অসুস্থতার কথা বলে ফেলি। এতে মা কী কান্নাটাই না করলো। মায়ের কান্না শুনে আমার আরও বেশি খারাপ লেগেছে। বিছানায় শুয়ে থাকতে আমার আর ভাল্লাগছেনা। এভাবে শুয়ে থাকলে বেডসোর হতে কতক্ষণ।

সবচেয়ে বড় সমস্যা হলে কিছুই খেতে পারিনা। ইচ্ছে হচ্ছে এক্ষুণি মা'র কাছে ছুটে যাই। কিন্তু এই অসুস্থ শরীর নিয়ে কি করে যাই। আমি জানি মায়ের ছোঁয়া পেলেই ভালো হয়ে যাব। শুধু একটু সুস্থতার অপেক্ষা।

সবাই আমার জন্য দোয়া করবেন যেন সুস্থ হয়ে আপনাদের মাঝে তাড়াতাড়ি ফিরে আসতে পারি। জ্বরের ঘোরে প্রলাপ বকে আপনাদেরকে বিরক্ত করার জন্য দুঃখ প্রকাশ করছি। সবাই জন্য শুভ কামনা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।