আমাদের কথা খুঁজে নিন

   

আমি পজিটিভ জ্বরাক্রান্ত বাংলাদেশের স্বপ্ন দেখি।

বিংশ শতাব্দীতে মানুষের শোকের আয়ূ বড় জোর এক বছর। সমস্যা অনেক, রোড ভর্তি জ্যাম, মানুষ ভর্তি শহর, দুর্নীতি ভর্তি কেবিনেট- তারপরও আমি আশাবাদী। দেদারছে চিংড়ি মাছ, গায়ের কাপড়, সোনালি পাট, মেধাবী ইঞ্জিঃ বিদেশে পাঠাচ্ছি। নিজের বিবেক, হারানো সুখ, পাজরের হাড়- ক্ষয়ে যাচ্ছে প্রতিদিন- বিশ্বাস কর তারপরও আশাবাদী আমি। আমি কয়েক ঘণ্টা জানোয়ারের মত ঝুলে ঝুলে ভ্যাপসা গরমে অফিসে যাচ্ছি, তবুও সোনালি ব্যাংকে ঋণের দরখাস্ত করছিনা আমি।

আমি আশাবাদী লোক। আর আশাবাদী আমি হতেই পারি- কারন আমার পূর্ব পুরুষ হাতুড়ি আর লাঙ্গল চালাতে জানত, তাঁরা গুপ্ত হত্যা তখনও আয়ত্ত করেনি। একদিন মেট্রো রেলে চড়ে অফিসে যাব মাত্র ৫ মিনিটে, একদিন অফিস ছুটির পর হাটতে বেরব একগাদা বেতন পকেটে নিয়ে, নিঃসংশয়ে! আমার ছেলের জন্য কিনে আনব টাটকা ফল, সবুজ বাগিচা আর পাতার বাঁশি। আমি আশাবাদী, তাই এটাও জানি, সে দিন বেশি দূরে নয় যেদিন আমার ছেলে সন্ধায় বাসায় ফেরেনি বলে প্রথমেই খবর নেবনা মর্গে অথবা নিকটস্থ থানায়। আমি সংশয়বাদী নয়, তাই আমি জানি আগামী ডাকসুতে সহ সভাপতি হতে যাচ্ছে ক্লাসের সবচেয়ে ভাল ছাত্রটি আর ছাত্রদল সভাপতির তুমুল প্রতিবাদের মুখে কর্মীরা দা ফেলে শেষতক ফুলনিয়ে এসেছে ছাত্রলীগ নেতাদের বরন করতে।

আমি পজিটিভ জ্বরাক্রান্ত বাংলাদেশের স্বপ্ন দেখি। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।