সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ শুরু হওয়ার আগে অনিল নিজেও নির্ভার নেই। উদ্বোধনী ম্যাচে বাংলাদেশকে পেয়ে তার বুকে প্রতিশোধের আগুন জ্বলছে।
তিনি বলেন, “চ্যালেঞ্জ কাপে বাংলাদেশ আমাদের জয় কেড়ে নিয়েছিল। ঐ ম্যাচে আমরা অসাধারণ খেলেও জিততে পারিনি। এবার আর তা হতে দেবো না।
আমাদের জিততেই হবে। ”
“বাংলাদেশের সঙ্গে ম্যাচটি আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রথম ম্যাচের ফলাফলের ওপরে আমরা কত দূর যেতে পারবো তা অনেকখানি নির্ভর করছে। তাই এই ম্যাচটিকে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে মনে করছি। ”
তার ওপরে নেপাল দলের কোচ জ্যাক স্টেফানোস্কির দারুণ আস্থা।
তিনি বলেন, “অনিল আমাদের দলের প্রধান স্ট্রাইকার। তার পারফরম্যান্সের ওপরে আমাদের জয় অনেকখানি নির্ভর করছে। ”
চ্যালেঞ্জ কাপে অনিলের খেলা দেখে মুগ্ধ ঢাকা আবাহনীর কর্মকর্তারা তাকে আগামী মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে খেলার প্রস্তাব দিয়েছেন।
এ প্রসঙ্গে তিনি বলেন, “আবাহনীর কাছ থেকে প্রস্তাব পেলেও এখনো এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারিনি। এ ব্যাপারে আমার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেবো।
অবশ্য ভারতের একটি ক্লাবের হয়ে খেলারও কথা-বার্তা চলছে। ”
ভারতের পেশাদার ফুটবল লিগ আই-লিগে এক মৌসুম খেলেছিলেন অনিল। ২০০৮-২০০৯ মৌসুমে তার দল ছিল শিলং লাজং ক্লাব।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।