আমাদের কথা খুঁজে নিন

   

রাইনের ধারে বন ইউনিভার্সিটি

Right is right, even if everyone is against it; and wrong is wrong, even if everyone is for it

বন ইউনিভার্সিটির বর্তমান ছাত্র-ছাত্রীর সংখ্যা ৩১ হাজারেরও বেশি৷ তার মধ্যে ১৪০টি দেশ থেকে প্রায় সাড়ে পাঁচ হাজার বিদেশী ছাত্র-ছাত্রী পড়াশোনা করছে৷ আছে ৫৩০ জন অধ্যাপক এবং তাদের সাহায্য ও সহযোগিতা করছে আরো পাঁচ হাজার মানুষ৷ ১০০ টির বেশী বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনা করার সুযোগ দিচ্ছে বন ইউনিভার্সিটি৷ বিজ্ঞান ভিত্তিক বিষয় নিয়ে গবেষণার জন্য বিখ্যাত এই বিশ্ববিদ্যালয়টি৷ মলিকিউলার বায়োটেকনলজি বিষয় নিয়ে মাস্টার্স করা যায় এবং তা ইংরেজিতে৷ বন ইউনিভার্সিটির ওয়েবসাইট এটি দুবছরের কোর্স৷ প্রতিবছর ১৫ই জুলাই এই বিভাগে আবেদন পত্র জমা দেয়ার শেষ তারিখ৷ মলিকিউলার বায়োমেডিসিন বিষয়টি নিয়ে ডিপ্লোমা করা সম্ভব এবং তা জার্মান ভাষায় অর্থাৎ জার্মান ভাষায় বেশ ভাল দক্ষতা থাকা প্রয়োজন৷ এই কোর্সটি সাড়ে চার বছরের৷ এই বিভাগে আবেদন পত্র জমা দেয়ার শেষ তারিখ ১৫ই জুলাই৷ ইঞ্জিনিয়ারিং ইন লাইফ সায়েন্সেস কোর্সটি এক বছরের, মাধ্যম হিসেবে এখানে ইংরেজি ভাষা ব্যবহার করা হয়৷ আবেদন পত্র জমা দেয়ার শেষ তারিখ ১৫ই সেপ্টেম্বর৷ রেডিও এন্ড ইনফ্রারেড এস্ট্রোনমি বিষয় নিয়ে পি এইচ ডি করা যায় বন বিশ্ববিদ্যালয়ে৷ মাধ্যম ইংরেজি৷ সবমিলে দুবছরের কোর্স তবে কোন কোন ক্ষেত্রে তা বাড়িয়ে আরো এক বছরে নেয়া যায়৷ প্রতিবছর বিষয়ের ওপর নির্ভর করে আবেদন পত্র জমা নেয়া হয়৷ অংক, পদার্থবিজ্ঞান, অর্থনীতি এই বিষয়গুলো নিয়েও পিএইচ ডি করা যায়৷ তিন বছরের কোর্স এটি৷ মাধ্যম হিসেবে ইংরেজি এবং জার্মান দুটি ভাষাই ব্যবহার করা হয়৷ প্রতি বছর দুবার আবেদন পত্র জমা নেয়া হয়৷ ১লা মে এবং ১লা নভেম্বর৷ কোর্স শুরু হয় বছরে দুবার এপ্রিল এবং অক্টোবর মাসে৷ পিএইচ ডি-র শেষে কোন কোন সময়ে ছাত্র-ছাত্রীদের টিচিং এসিসটেন্ট হিসেবে নিয়োগ করা হয়৷ ফুড এন্ড রিসোর্স ইকোনমিক্সে মাস্টার্স করা যায়৷ মাধ্যম ইংরেজি এবং জার্মান৷ দু বছরের কোর্স৷ আবেদন পত্র জমা দেয়ার শেষ তারিখ ১৫ই সেপ্টেম্বর৷ অর্থনীতিতে পিএইচ ডি করতে চার বছর সময় লাগে৷ পুরো পি এইচ ডি ই ইংরেজিতে করা সম্ভব৷ আবেদন পত্র জমা দেয়ার শেষ তারিখ ১৫ই মে৷ টোফেল স্কোর এখানে ৫৭০ চাওয়া হয়ে থাকে৷ বন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের মধ্যে আছেন হাইনরিশ হাইনে, কার্ল মার্ক্স এবং ফ্রিডরিশ নিটশের মত কালজয়ীরা৷ নর্থরাইন ওয়েস্টফ্যালিয়া রাজ্যে গবেষণার দিক থেকে এক নম্বর স্থান অধিকার করে আছে বন বিশ্ববিদ্যালয়৷ বন বিশ্ববিদ্যালয়ের ঠিকানা: University of Bonn Regina-Pacis-Weg 3 D-53113 Bonn Germany চিঠি পাঠাবার ঠিকানা: Universität Bonn, D- 53102, Bonn, Germany.

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।