মৌনতার দীর্ঘশ্বাস...
বিশ্ব বাজারে এসেছে নকিয়া জগতের আরেকটি চমক নকিয়া এন সিরিজের নতুন স্মার্ট ফোন এন ৯০০ । নকিয়া এন ৯০০ যা নকিয়া রোভার নামে বেশি পরিচিত। এটি নকিয়ার সর্বপ্রথম ইন্টারনেট ট্যাবলেট ফোন। অপারেটিং সিস্টেম হিসেবে এন ৯০০ এ লিনাক্স প্লাটফর্মের ম্যামো ৫ (Maemo 5) ব্যবহার করা হয়েছে।
এর চিপসেট ফিচার গুলো :
* প্রসেসর : ARM Cortex-A8
* ক্যামেরা : ৫ মেগা পিক্সেল
* শুধুমাত্র অ্যাপ্লিকেশনের জন্য ক্যাশ মেমোরী আছে ১ জিবি-র উপরে।
* ৩.৫" টাচস্ক্রিন
* ভার্চুয়াল মেমোরী : ৭৬৮ এমবি
* RAM : ২৫৬ এমবি
* ডাটা স্টোরেজ : ৩২ জিবি
এতে আরও যে সুবিধাগুলো রয়েছে :
* বিল্টইন স্লাইডিং QWERTY (পিসি কীবোর্ডের মত) কীবোর্ড, যা দিয়ে খুব সহজেই মেসেজ, ই-মেইল টাইপ করা যায়।
* ৩.৫ ইঞ্চি টাচ স্ক্রিন যাতে ৮০০×৪৮০ রেজুলেশনে ভিডিও সাপোর্ট করে।
* ৫ মেগাপিক্সেলের ক্যামেরায় রয়েছে অসাধারন Carl Zeiss Optics, CMOS সেন্সর, Tessar লেন্স, অটোফোকাস, ৩× ডিজিটাল জুম, দুইটি LED ফ্লাশ। আবশ্যিক ভাবেই এন ৯০০ এ ছবি ভাল উঠে। তাছাড়া আরো কিছু ছবি তোলার ফিচার আর মোড (Mode) তো আছেই যেমন, অটোমেটিক, অ্যাকশন, ল্যান্ডস্কেপ, পোট্রেট, ম্যাক্রো, ভিডিও ইত্যাদি।
*এন৯০০ এর ক্যামেরা দিয়ে উচ্চ রেজুলেশনে Mp4, Codec, MPEG ফরম্যাটে ভিডিও রেকর্ড করা যায়। এবং ভিডিও প্লে-ব্যাকের ক্ষেত্রে প্রায় সব ধরনের স্ট্যান্ডার্ড ফরম্যাটের ভিডিও (3gp, mp4, avi, wmv) সাপোর্ট করে।
* যদি আপনি মিউজিকপ্রেমী হয়ে থাকেন তাহলে এন৯০০ এর মিউজিক প্লেব্যাক আপনাকে অনেকটা সময় মিউজিকে ধরে রাখতে পারবে। এর ম্যামো (Maemo) মিউজিক প্লেয়ারের লুক এবং কন্ট্রোলিং সিস্টেম আপনাকে আকর্ষন করবেই। আর অনবদ্য সাউন্ড সিস্টেম আর হাই কোয়ালিটি তো আছেই।
* ইন্টারনেট ব্রাউজিংএর ক্ষেত্রেও এন৯০০ এ আছে দারুন চমক। এতে ব্রাউজার হিসেবে ব্যবহার করা হয়েছে মজিলা-র অধীনস্থ ম্যামো (Maemo) ব্রাউজার । অ্যাডোবি ফ্লাশ ৯.৪ বিল্টই হিসেবে দেওয়া থাকায় নিরবিচ্ছিন্ন এবং সচ্ছন্দ ইন্টারনেট ব্রাউজিং করা যাবে।
* এতে স্মার্ট ফোনের অতি পরিচিত আধুনিক ফিচার GPS অ্যাপ্লিকেশনে আরও যোগ করা হয়েছে Geo- Tagging সুবিধা যাতে আপনি আপনার প্রিয় জায়গা টাকে চিহ্নিত করে রাখতে পারেন।
এবং আরও অনেক অনেক সুবিধা।
এত কিছু দামটা নিশ্চয়ই জানতে ইচ্ছে হচ্ছে...
ইউটিলিটি প্যাকেজ সহ নকিয়া এন৯০০ এর দাম হল 470 পাউন্ড বা 770 USD বা ৫২,৮০০ টাকা ।
ইউটিলিটি প্যাকেজে থাকছে:
* সুন্দর একটা বাক্স
* নকিয়া ব্যাটারী
* ট্রাভেল চার্জার
* ভিডিও আউট ক্যাবল
* নকিয়া স্টেরিও হেডসেট
* অতিরিক্ত একটা ক্যাচিং
* নকিয়া চার্জার অ্যাডাপ্টার
* পরিষ্কার করার জন্য একটা রুমাল (নকিয়ার লোগো ওয়ালা)
আর লিখতে পারবোনা।
আরও বেশি কিছু জানতে চাইলে এখানে গুতা দিন
***************enameo ****************
অফ টপিক :
ছোট ছবি অ্যাড করলে এত বড় হয়ে যায় ক্যান??? যার জন্যে ছবি ঝাপসা হয়ে যায়!!
আমাকে আবার এডিট করে বড় ছবি অ্যাড করতে হল
কেউ কি আমারে এই সমাধান টা দিতে পারবেন??? আমি চাই, আমি যে সাইজে অ্যাড করব, ছবি ঠিক সেই সাইজেরই থাকবে...
----------------------------------------------------------------------------------
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।