বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার মি. পিনাকরঞ্জন চক্রবর্তী বদলী হয়েছেন। তাঁর নতুন কর্মস্থল থাইল্যান্ড অর্থাৎ আমাদের খুব কাছেই থাকছেন তিনি। ঢাকায় তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন ফিলিপাইনে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত রজিত মিটার (মিত্র)।
এবারই খুব সম্ভব প্রথমবারের মতো পরপর দুইজন বাঙ্গালী ভারতীয় কূটনীতিক বাংলাদেশে ভারতের হাইকমিশনার হলেন। পিনাক বাবুর আগে ছিলেন মিজ বীণা সিক্রি।
তিনি বাঙ্গালী নন। তাঁর আগে ছিলেন আরেক বাঙ্গালী কূটনীতিক মণিলাল ত্রিপাঠী ( ঐতিহাসিক অমলেশ ত্রিপাঠী ও সাহিত্যিক দীপ্তি ত্রিপাঠীর পুত্র)।
স্বাধীনতার পর আরেক বাঙ্গালী সমর সেন ছিলেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার।
অতএব বিদায় মি.পিনাকরঞ্জন ! বাংলাদেশে ভালোই আলোচিত ছিলেন এই স্বার্থকনামা কূটনীতিক । নজরুলের ''বিদ্রোহী'' কবিতার এই লাইনটি সত্য করে তুলেছিলেন---- ''আমি পিনাকপাণির ডমরু ত্রিশূল''।
পিনাক হলো পিনাকপাণি অর্থাৎ শিবের ধনু @ হরধনু (এটি ভেঙ্গেই শ্রী রামচন্দ্র সীতাকে লাভ করেছিলেন)। পিনাকের আরেক অর্থ শিবের বাদ্য অর্থাৎ ডমরু @ ডুগডুগি। আরেক অর্থ শূল বা ত্রিশূল। তিনি সবসময় কথার ধনু তাক করে থাকতেন আমাদের দিকে। প্রায়ই ডমরুর মতো বেজে উঠতেন এবং ত্রিশূলের মতো কথা দিয়ে বিদ্ধ করতেন।
তবু আমরা চাই তিনি ভালো থাকুক।
এখন আমাদের প্রতীক্ষা মিত্র মহাশয়ের জন্য।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।