িকছুই বলার নাই। সংশয়ে, এ মন দোলে, দিন কাটে, তোমায় ভেবে; ভাবি মনে মনে, কোন শুভ লগনে, দেখবো তোমাকে আবার কখন! আমার এই দু'চোখের তারায়, স্বপ্ন হয়ে তুমি ভাসো, ডাকছি এই তো আমি, শুনছোনা কি তুমি; এই তো আমি, ফিরে দেখো! আজ হঠাত কেন প্রানে, অকারনে, এ শিহরন; জানি না তো, কি হলো এমন- যে, ভালো লাগেনা কোন কিছুই এখন! আমার দু'নয়ন জুড়ে সারাটা ক্ষণ, কেন যে এখন- থাকে শুধু তোমার স্বপন, সারাটা ক্ষণ ভীরু এ মন করে কেমন! তুমি আছো মিশে আমাতে, ভাবনাতে- প্রতি বেলায়; আমি খুঁজি যে তোমারে, আলো-আঁধারে- তারার মেলায়, বলো তুমিও কি কখনো খুঁজেছো- এ আমাকে! নিশি রাতে, জোছনাতে- তুমিও কি খুঁজেছিলে আমাকে! আজ হঠাত কেন প্রানে, অকারনে- এ শিহরন; জানি না তো, কি হলো এমন- যে, ভালো লাগেনা কোন কিছুই এখন! তোমায় নিয়ে স্বপনগুলো, এলোমেলো- আমায় ভাবায়; তোমার হাসি, চোখের পানি, কেন যে আমায় হাসায়-কাঁদায়! চলো নামি দুরের পথে, একসাথে- দু'জনায়; ছায়াসাথী, হও আমার- ভালোবাসার পথচলায়! আজ হঠাত কেন প্রানে, অকারনে, এ শিহরন; জানি না তো, কি হলো এমন- যে, ভালো লাগেনা কোন কিছুই এখন!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।