একটা কিছু করে না দেখালে শান্তি নাই..............
ব্লগে পয়লা আইসাই শুনছিলাম........ব্লগে সুশীলিয় পোস্ট ভাত পায়না..................হাতে নাতে ধরা পাইয়াও পয়লা শিক্ষা হয়নাই........
আবার দিলাম........আবার শিক্ষা হইলো........পোস্টরে সোজা কিক মাইরা ড্রাফটে পাঠাইয়া দিলাম...........যা...ঘুমা এখন...
তাইলে কি নিয়া লেখুম??
রাজনীতি??
তিন তিনবার জেনারেল হইবার ধাক্কা খাওয়ার পর কানে ধরসি.......
রাজ সাহেবের নীতিরে লইয়া আমি আর মাথা ঘামামু না........তারপরও বেলতলায় প্রায়ই চইলা যাই..আউলা বাউলা পোস্টে আউলা কমেন্ট কইরা আসি......
তারপর কয়েকটা দিন ব্লগে ঢুইকাই পয়লা ব্লগ স্ট্যাটাস চেক করি..দিল নাকি আবার হান্দাইয়া??
তারপর আসে ধর্ম..............এইটা নিয়া আসলে পোস্ট দিবার মন চায়.......
এই ব্লগে আসার পর থাইক্কা ধর্ম নিয়া পড়াশুনাও বাড়সে..........কমেন্ট করার কোন ইচ্ছা না থাকলেও পোস্ট দেইখা মেজাজ খিচড়াইয়া যায় বইলাই গিয়া কমেন্ট কইরা আসি.................
তারপর খালি আফসোস করি.........ক্যান যে কমেন্ট করলাম....ক্যান???
আমার কমেন্ট পইড়া ঐ শালা এখন নিশ্চয়ই হাসতে হাসতে মরতেসে......
ওরা তো চাইতেসেই আমি কমেন্ট করি আর ওগো হিট বাড়ুক.............
আর আমরা মদন গুলা ও খালি ওগো পিছে দৌড়াই
বাকী রইল কোবতে..........
এইটা আমার একান্ত প্রিয়.......তাই এইটার জন্য আরেকটা নিক লইলাম..........ঐ নিকে যা ইচ্ছে লিইখা যাব.......কারো কোন কথা গায়ে লাগবনা.............
তয় মাঝে মাঝে নিজের হিট বাড়াইতে অনেক মন চায়.........
কেমনে কেমনে???
দিমু নাকি জাফর ইকবালের বাপরে লইয়া একটা পোস্ট???
দিমু??
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।