আমাদের কথা খুঁজে নিন

   

সিটিসেল বনাম বাংলালিংক



বাংলালিংক এর একটি বিজ্ঞাপন আপনারা লক্ষ করছেন। বাংলালিংক আছে না। ৭.৫০ টাকায় আধাঘন্টা। আসুন একটু হিসেবে বসি। ৭.৫০ টাকা ভাগ ৩০ মিনিট=প্রতি মিনিট.২৫টাকা।

অর্থাৎ ২৫ পয়সা। এ অফারতো অনেক আগেই দিয়ে রেখেছে সিটিসেল। সিটিসেল ২৫ পয়সা নেয় প্রতিমিনিটে। আর বাংলালিংক নিচ্ছে ৩০ মিনিটের প্যাকেজে। সে ক্ষেত্রে সিটিসেল এগিয়ে।

আমার কয়েকজন বন্ধু যারা বাংলালিংকএর এ অফার নিয়েছে তাদের অভিজ্ঞতা একটু বলি। ১০-১২ মিনিট কথা বলার পর প্রায়ই নাকি লাইন কেটে যাচ্ছে। অর্থাৎ একবার কাটলে গেলো ৭.৫০ টাকা। আবার এ প্যাকেজের আওতায় থাকলে কোন ফোনেই একমিনিট কথা বলার সুযোগ নেই। ১মিনিট বললেই গেলো সাড়ে ৭টাকা।

অপরদিকে সিটিসেলের এই অফার অনেকদিনের। অন্য ফোনেও সাশ্রয়ী মাত্র ১টাকা মিনিট। অথচ বাংলালিংক এমনভাবে তাদের এ অফার প্রচার করছে যে বিশ্বজয় করে ফেলেছে। সবচেয়ে কম রেটে যেন তারাই কথা বলার সুযোগ দিচ্ছে। যত্তো সব........


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।