আমাদের কথা খুঁজে নিন

   

সিটিসেল জুম



দিন পনের হলো সিটিসেলের জুম ব্যবহার করছি। জিনিসটার একটা ভাব আছে... তাজ্জব লাগে তার ছাড়া কেমনে এত ডাটা পাস হয়। ব্রডব্যান্ড কানেকশনের তার চুরি হবার চিন্তার চাইতে এ জিনিস শতগুন ভালো। তবে একটাই দোষ - প্রচন্ড ব্যয়বহুল। একবার সামহয়ার ইন ব্লগ খুলতে প্রায় এক টাকার মতো খরচ হয়ে যায়।

যারা হাতখুলে নেট ব্রাউজ করেন তারা মোটেও মজা পাবেন না। স্পীড খুব একটা খারাপ না। এ কয়েকদিনের মধ্যে ৩ তারিখ রাতে কিছু একটা গোলমাল হইছিলো, লাইন পাওয়া যায়নি কয়েক ঘন্টা। অবশ্য মাঝরাতে আবার ঠিক হয়ে গেছিলো। লাইন চলে যাবার পর কাস্টমার কেয়ারে ফোন করেছিলাম... আজকে আবার ফিরতি ফোন করে জানলো আমার সমস্যা মিটছে কি না।

জানি না সিটিসেল কর্তৃপক্ষের কেউ এই ব্লগ পড়েন কি না। যদি পড়ে থাকেন তাহলে আহবান করবো রেট একটু কমানোর জন্য। সিটিসেল তাহলে আরেকটা দিক উম্মোচন করতে পারবে সাধারন নেট ইউজারদের মধ্যে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।