আমাদের কথা খুঁজে নিন

   

শ্রদ্ধা ও ভক্তি-উপহার



শ্রদ্ধা ও ভক্তি-উপহার শ্রদ্ধা ও ভক্তি-উপহার সবগুলি সর্বাগ্রে পিতা-মাতার নইলে দো’জাহান হবে আঁধার সেবা করো সবাই পিতা-মাতার। নয়ন খুলে দেখো বার বার বৃদ্ধ পিতা-মাতা তোমার দেখো কেমনে আছনে তাঁরা দেখো কিইবা খাচ্ছনে তাঁরা। শীতল হাত দু’টি মাথায় বুলাও সদা পিতা-মাতার খোঁজ-খবর নাও বৃদ্ধ বয়সে তাঁদেরে পাশে যাও নিজে না খাও তাঁদেরকে খাওয়াও। ডাকো ওরে পিতা-মাতারে অতি যতনে সুলোলতি স্বরে যেখানে থাকো যতো দূরে থাকো পিতা-মাতার খোঁজ-খবর রেখো।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।