আজ সকালে উঠে ব্যতিক্রমীর পোষ্ট দেখে অবাক হয়েছি। আমার জন্মদিনে কেউ যে আমাকে উইশ করবে সেটা চিন্তাও করি নি।
যাই হোক। কাজ প্রায় শেষ। এখন শুধু ইন্ডিয়ান কোর্ট থেকে আনুমতি নিতে হবে।
আশা করছি কাল পরশু সেটা পেয়ে যাব। আর পেলেই সোজা অপারেশন।
খুব ইচ্ছা ছিল আমার জন্মদিনেই অপারেশন টা হোক। যে মার মাঝে জন্ম নিয়েছি তার জন্য কিছু করার এই দিনই সবচেয়ে ভালদিন । হল না।
এ জন্য একটু মন খারাপ। আপনাদের আনুরোধ করবো একটাই দোয়া করতে আমার মার কিছু হলে যেন আমি বেচে না থাকি। ওটি তেই যেন মরে যাই। মাকে বাচানো আমার কাছে এক যুদ্ধ জয়ের মত। আমি সেই সব লোকদের দেখিয়ে দিতে চাই।
যারা আমার সাথে বেইমানি করেছে। যারা আমাকে এই কঠিন রাস্তায় একা ফেলে গেছে। প্রমান করে দিতে চাই ভালবাসা দিয়ে মৃত্যুকেও আটকানো যায়। সবাই দোয়া করবেন আগামি বছর যেন ব্যার্থ নিলআকাশ নয় সফল নিলআকাশ হয়ে এই দিনে আবার ব্লগ লিখতে পারি।
আজ ব্লগার হিমেল৭৮৬ এর ও জন্মদিন।
এই হিমেল হল আমার ছোট ভাই। আমার ৩ বছর পর ওর জন্ম একই দিনে। শুভ জন্মদিন ভাইয়া। তুমি না থাকলে যুদ্ধ জয় ত দুরে থাক যুন্ধ করার ই সাহস পেতামই না। you are the best brother in the world.
ধন্যবাদ ব্যতিক্রমী পোষ্টের জন্য।
রাতমজুর ,হাসান মাহবুব,এরশাদ বাদশা ,বিবর্তনবাদী , রজনী , ইমির,একরামুল হক শামীম,রথে চেপে এলাম,পাপী ০০৭ ,হাশেম ,পুরাতন ,ভাঙ্গন ,হেমায়েতপুরী উইশ করার জন্য। ~স্বপ্নজয়~ ভাই ফোন করার জন্য ধন্যবাদ
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।