আমি আমার পৃথিবীর রাজা
বিছানার নীল চাদরে হলুদ পাপড়ির আস্তরণ পড়লে
কি রকম জানি চিত্রকল্পের আবহ তৈরি হয় জানিনা;
যদিও জানি প্রত্যেকটি ফুলশয্যার রাত এখানেই
শুরু ও শেষ হয়।
নির্মোহ আনন্দের আশায় আমি চালাই অগ্নুৎপাতের ঘোড়া
নিমগ্ন দর্শকের ত্বকে তবুও কোন উষ্ণতার ছোয়া নেই
তথাপি যেচে তৈরি করি রসালো সঙ্গমের তৃপ্তি
ভূমিহীন বালক তুমি- ওড়াও কল্পলোকের ঘুড়ি
নেশার চাদড়ে ঢাকি যদি আকাশ তমশাবর্ণরূপ
সেজে ওঠলে উত্তপ্ত আরো কিছু উপাদান আমি
ঢেলে রাখার অবকাশ খুঁজি শুধু নিমগ্ন জলে
যেখানে প্রতিদিন আমার প্রতিপই কেবল আমি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।