আমাদের কথা খুঁজে নিন

   

মুকুল মৈথুন ক্ষণে



১। জানিতো কাছে আসলেই ঝরে যাবে চষ্ঞ্চল চক্রবৃত্ত হবে, মুকুল- মৈথুন- ক্ষণে প্রজাপতি লজ্জায় দূরে চলে যাবে সে বসবে ভূতি জাম গাছে নৃ-তত্ত্বের বৈভবে, কী যে নাচাবে, ওর তো পুচ্ছ নাই আল্লা মালুম জানে......। ক্ষুদ্র্ যারা তারা সব ভূত হয়ে বাঁচে কী প্রকৃতি, কী মানুষ, কে কাহারে দোষে । । ভোট বেগুনের স্বাদ নেয় কি নাগরিক সে আমারে ভাত দেয়, যদিও সে গরীব, তার ঘরে খানা নাই এমন সম্পর্কের স্বাদ গ্রামে গেলে পাই ।

। জসিম আপনাকে নি্য়ে আমি গ্রামে চলে যাবো লতায় পাতায় আমাদের রোগ সারাবো জানিতো তোমরা আসলেই সব বিক্রি হয়ে যাবে আমারই বেহেশতী খুশবুর দোকান চুনা আমগাছতলে এখানে ছায়ারা সব পাতার শরীর বেহেশতের টিকিট নাই, তবু আমারই দোকানে সব শহীদের ভীড় । । নূর বানু বলে, কোন শিকারী এসেছে আসলে মুক্তিযুদ্ধের ঘোষণা সে দিয়েছে আমাদের শিকার করে নিয়ে চলে যাবে তারা এই বঙ্গে হইনিতো , জানা নাই, শিকারির শিকার । ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।