আমাদের কথা খুঁজে নিন

   

সিরিয়াল কিলারদের চারিত্রিক ও অন্যান্য বৈশিষ্ট্য

আমি মানুষের পায়ের কাছে কুকুর হয়ে বসে থাকি - তার ভেতরের কুকুরটাকে দেখবো বলে।

সিরিয়াল কিলারদের ইতিহাস অনেক পুরোনো হলেও সিরিয়াল কিলার শব্দটি কিন্তু বেশী পুরোনো নয়। সিরিয়াল কিলার শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন ব্রিটিশ লেখক জন ব্রডি ১৯৬৬ সালে। পরবর্তীতে লেখক, সাংবাদিক, মিডিয়ার কল্যানে শব্দটি ব্যাপক প্রচার পায়। কাকে বলবেন সিরিয়াল কিলার? ন্যাশনাল ইনস্টিটিউট অব জাস্টিস (ইউ.কে) সিরিয়াল কিলার সম্পর্কে বলেছেন- " ২বা ততোধিক ধারাবাহিক খুন যা একই স্থানে বা ভিন্ন স্থানে একই ব্যাক্তি (কিংবা সহযোগীসহ) কতৃক সংঘটিত হয়।

বাংলাদেশের আলোচিত সিরিয়াল কিলার রসু খাঁ স্টিভ এগার সিরিয়াল কিলিং এর ছয়টি বৈশিষ্ট্য চিহ্নিত করেছেন- ১. কমপক্ষে দুইটি হত্যাকান্ড। ২. খুনী এবং ভিকটিম সাধারনত অনাত্মীয় হন অর্থাৎ তাদের মধ্যে রক্তের কোন সম্পর্ক থাকে না। ৩. একটি হত্যার সাথে অন্য হত্যাকান্ডের প্রত্যক্ষ সংযোগ থাকে না এবং হত্যাকান্ডগুলো ভিন্ন ভিন্ন সময়ে সংঘটিত হয়। ৪. হত্যাকান্ডগুলো সাধারনত ভিন্ন ভিন্ন লোকেশনে সংঘটিত হয়। ৫. ভিকটিমদের মধ্যে সাধারনত মিল পাওয়া যায় (যেমন অধিকাংশই নারী কিংবা শিশু বা নির্দিষ্ট বয়সের বা নির্দিষ্ট পেশার ইত্যাদি) ৬. হত্যাকান্ডগুলো বৈষয়িক লাভের জন্য করা হয় না বরং নিজের বাসনা চরিতার্থ করার জন্য করা হয়।

আধুনিক সিরিয়াল কিলারদের মধ্যে সবচেয়ে আলোচিত সিরিয়াল কিলার টেড বান্ডি চলুন এবার জানি সিরিয়াল কিলারদের কিছু চারিত্রিক ও অন্যান্য বৈশিষ্ট্য সম্পর্কে- ১. সিরিয়াল কিলারদের ৯০% পুরুষ। ২. সিরিয়াল কিলারদের অধিকাংশদের আই.কিউ চলতিমানের চেয়ে বেশী। ৩. সিরিয়াল কিলারদের আই.কিউ সাধারনের চেয়ে বেশী হলেও ছাত্র জীবনে তারা থাকে দূর্বল ছাত্র, কর্মজীবনে তারা নানাবিধ সমস্যার সম্মুখিন হয় এবং তারা প্রায়শই অদক্ষ শ্রম বেচেঁ নেয়। ৪. সিরিয়াল কিলাররা সাধারনত অস্থিতিশীল পরিবার থেকেই বেশী আসে। ৫. শৈশবে তারা পিতৃ পরিত্যক্ত হয়ে থাকে অনেকরেই সৎ মা থাকে।

৬. অনেকেরই পারিবারিক অপরাধ প্রবনতা, ড্রাগ গ্রহন বা মানসিক রোগের ইতিহাস থাকে। ৭. সিরিয়াল কিলাররা অধিকাংশ ক্ষেত্রেই পিতা মাতাকে ঘৃণা করে। ৮. সিরিয়াল কিলারদের অধিকাংশই শৈশবে শারীরিক, মানসিক ও যৌনভাবে নিগৃত হয়। কোন কোন ক্ষেত্রে ফ্যামিলি মেম্বার দ্বারাও তারা নিগৃহীত হয়ে থাকে। ৯. অনেক সিরিয়াল কিলারদেরই শৈশবে মানসিক সমস্যা থাকে।

১০. সিরিয়াল কিলারদের মধ্যে আত্মহত্যার প্রবনতা অনেক বেশী থাকে। ১১. সিরিয়াল কিলাররা সাধারনত শৈশব হতেই ভয়েরিজম (যারা গোপনে অন্যের যৌনক্রিয়া দেখে আনন্দ লাভ করে), মর্ষকামী ও ফেটিশ হয়ে থাকে। ১২. ৬০% এর অধিক সিরিয়াল কিলারদের শৈশবে (১২ বছরের পূর্বে) বিছনা ভেজানোর (প্রস্রাব) অভ্যাস থাকে। ১৩. অধিকাংশ সিরিয়াল কিলাররা আগুনকে প্রচন্ড ভয় পায়। ১৪. সিরিয়াল কিলাররা নিরহ পশু পাখিদের অত্যাচার/ বিরক্ত করে আনন্দ পায়।

১৫. প্রথম হত্যাকান্ডের সময় সিরিয়াল কিলারদের গড় বয়স ২৭.৫ বছর। ১৬. সিরিয়াল কিলারদের ৭৩% শ্বেতাঙ্গ, ২২% আফ্রো-আমেরিকান, ৫% অন্যান্য। ১৭. সিরিয়াল কিলারদের ভিকটিমদের ৬৭% নারী। ১৮. অধিকাংশ সিরিয়াল কিলারদের বয়স হয় ২৫ হতে ৩৫ বছর। ১৯. সিরিয়াল কিলাররা হয় উচ্চবিত্ত অথবা একেবারে নিম্নবিত্ত হয়ে থাকে।

২০. সিরিয়াল কিলারদের অধিকাংশই বিবাহিত এবং তাদের সন্তানও থাকে। সিরিয়াল কিলারদের সম্পর্কে আরো জানুন ।

সোর্স: http://www.somewhereinblog.net     বুকমার্ক হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.