সব ক'টা জানালা খুলে দাওনা...
ঢাকায় থাকেন এমন কেউ নেই যার চোখে কখনো "আপনি কি যৌন দূর্বলতায় ভুগছেন" জাতীয় সাইনবোর্ড চোখে পড়েনি। পত্রিকায় ম্যাগাজিনে অহরহ এদের বিজ্ঞাপণ চোখে পড়ে। এসব বিজ্ঞাপণে এমন কোন রোগ নেই যে তার উপশম করা না হয়, বিশেষ করে যে সব রোগ মানুষ একটু আড়াল করতে চায়। মানুষের দুর্বলতা আর অসচেতনতার সুযোগ নিয়ে অসংখ্য প্রতিষ্ঠান গড়ে উঠেছে এ রকম।
এ গুলি দেখে মনে হত এখানে কেউ হয়তো যায়না, কিন্তু তাই যদি হবে দিনের পর দিন এরা কীভাবে টিকে থাকে? এত এত বিজ্ঞাপণ কি করে দেয় এরা? আর রাস্তার খাম্বা, পত্রিকার পাতা ছাড়িয়ে এরা এখন টিভিতে
সেদিন এক টিভি চ্যানেলে এই বিজ্ঞাপণ দেখে তো আমি থ
বিজ্ঞাপণে এক লোক তার বন্ধুকে বলছে সে বিয়ে করতে পারছেনা কারণ তার একটা গোপণ সমস্যা আছে...বন্ধু তাকে পরামর্শ দেয় "অমুক হোমিও হার্বালে যেতে"
মাত্র ৭ দিন, ৩ দিন, ২৪ ঘন্টা এমন কি ২-৩ ঘন্টায় ও সমাধান দেয়া হয় এখানে...
এমন আজগুবি বিজ্ঞাপণ দেখেও মানুষ কি করে সেখানে যায় আমার ধারণার বাইরে...কিন্তু মানুষ যাচ্ছে...আর যাচ্ছে বলেই এসব প্রতিষ্ঠান এখন টিভিতে তাদের বিজ্ঞাপণ প্রচারের সাহস পাচ্ছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।