দখলদারের পৃথিবীতে কেউ দখল করে চর, কেউ দখল করে দেশ,স্বাধীনতার ঘোষক, জাতির পিতা পদের দখল নিয়েও চলে যুদ্ধ, তাই দখল হয়ে যাবার আগে চাঁদটাকে তুলে রাখলাম আমার পকেটে।
ইয়াহু,গুগলে ঘুরতে ঘুরতে,
ঢুকে পড়লাম সামুতে,
লেখা লিখি লেখক দেখে,
মন চাইল লিখিতে।
লিখতে চাইলেই লিখা তো ভাই,
যাহার তাহার কম্ম নয়,
ভেবে দেখলাম সামু ব্লগে,
নিবন্ধন করা মন্দ নয়।
অনেক ভয়-সংশয় ঝেড়ে,
করলাম যখন নিবন্ধন,
মডারেশনের কড়াকড়িতে
পেয়ে গেল যে ক্রন্দন।
সাতদিনেরই অবজার্ভেশন,
লিখতে না জানলেও লিখতে হয়,
তা না হলে বুঝব না যে,
safe এর স্বাদ কারে কয়?
সব শেষেতে পোষ্ট করি
নিয়ে অনেক দ্বিধা ভয়,
পোষ্ট দেখে না আলোর মুখ
আমার ব্লগেই পড়ে রয়।
রাত্রি বেলা মডুরা সব
কোথায় জানি ঘুমায় রয়,
এই সুযোগে আস্তিক নাস্তিক,
পোষ্ট রিপোষ্ট যুদ্ধ হয়।
মাঝে মাঝে ছাগু-ভাদা,
দুয়ের মাঝে ঝগড়া হয়।
কমেন্ট-কমেন্ট, পোষ্ট-রিপোষ্ট,
ব্লগের বাতাস গরম হয়।
মডু মোদের বড়ই কড়া,
ছাড় দিতে সে রাজি নয়।
১৮+ বা মফিজ পোষ্টে,
ব্যান মুবারক ভাগ্যে রয়।
সবশেষেতে একটা কথা,
ব্লগার ভাইদের বলতে চাই,
সুস্থ পরিবেশ বজায় রাখতে,
নিয়ম মানার বিকল্প নাই।
তবু মডুর দুষ্টুমিতে,
মাঝে মাঝে হোঁচট খাই।
মডু তুমি ব্যাপক ভাল,
গুণের তোমার শেষ নাই।
তুমি আর তোমার দুষ্টামি তাই,
দুটোতেই খুব ভয় পাই।
সব অনিয়ম মূর্দাবাদ,
মডারেশন জিন্দাবাদ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।