আমার আমি......
প্রিয় মডু,
আমি আপনাদের অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসি। সেটা আমি এর আগের পোষ্টে জানিয়েছিলাম। কিন্তু আপনারা মহাজ্ঞানী হওয়াতে ঠিকই বুঝে গেলেন আমি কল্পিত বা মিথ্যা গল্প লিখেছি। যেহেতু ব্লগে গল্প লিখি সেহেতু আপনারা সেটা মনে করতেই পারেন। আমি আপনাদের জ্ঞানগরিমায় যারপর্নাই অনুরক্ত, বিশ্বাস করেন প্লীজ।
এই ব্লগের প্রতি একটা কৃতজ্ঞতাবোধ ছিলো আছে থাকবে তার জন্য এর আগের পোষ্টটা খুব বেশি রূঢ় করতে পারিনি। আবেগ মিশে ছিলো ব্লগের সাথে সাথে সেই লেখাটাও। কিন্তু আপনাদের অসাধারন জ্ঞান আমার দেওয়া লিঙ্কগুলোকেও মিথ্যা বলে, আমার করা রিপোর্টকেও মিথ্যা বানিয়ে দেয় তখন বুঝতে পারি যে আমি একজন নগন্য ঈশ্বরের কৃপা পাওয়ার মত ভিখারী। কাউকে ন্যায় অন্যায় শেখানোর মত ন্যাবিচারক না। আপনাদের সর্বজ্ঞতা আমাকে মুগ্ধ করেছে আরো করবে ভবিষ্যতে বলে বিশ্বাস করি।
যে পোষ্ট কমেন্টস নেয়না, যে পোষ্ট আবার রিপোষ্টিত হয়না যে পোষ্ট নিয়ে কেউ হাহাকার করেনা, যে পোষ্ট শুধুমাত্র একজন নিজের ব্যান চাওয়া ব্লগারের ক্ষমা চাওয়ার পোষ্ট ছিলো আসলেই সেটা ভন্ডামিতে ভরা ব্লগকে উত্তপ্ত করার চিড়িয়া ছিলো সেটা আপনার মেইল পাওয়ার পরি বুঝতে পেরেছি। সেই মূর্খতায় আমাকে ক্ষমা করবেন। ক্ষমা করে দয়া করে আমাকে সাময়ীক না, অনির্দিষ্টকালের জন্যই ব্যান করুন। আপনাদের মত সর্বময় ক্ষমতার অধীকারির কাছে ছোট্ট একজন ব্লগারের আকুল আর্তি। আমি এত ক্ষুদ্র জ্ঞান এবং মনমানপষিকতা নিয়ে আসলে আপনাদের মতন মহান ক্ষমতাধরদের সাথে সহবাস্থান করতে পার্ছিনা।
দয়া করে, দয়া করে আমাকে ব্যান করুন। আমি সম্পুর্ণ সুস্থ মস্তিষ্কে নিজের ব্যান দাবী করছি। এর জন্য আপনাদের ভবিষ্যতে কখনো জ্বালাতন করবো না বলেই বিশ্বাস করি। যদিও আমার বিশ্বাস আপনাদের কাছে ঠুনকো তবুও সর্বময়ক্ষমতার অধীকারিদের মাঝে মাঝে অক্ষম মানুষকেও বিশ্বাস করতে হয়। আর এটাও আপনারা জানেন যে আমার মত ব্লগার ব্যান হলে আপ্নাদের এতটুকুও কমবে বা বাড়বে না।
তাই আমাকে ব্যান করে কৃতজ্ঞতা পাশে আবদ্ধ রাখবেন সারাটি জীবন।
@সকল শুভানধ্যায়ী,
আমি আবারো ক্ষমা চাচ্ছি আপনাদের কাছে। আমার এমন বারবার ডিস্টার্বেন্স পোষ্ট দেওয়ার জন্য। যতদিন আমি ব্যান না হয় ততদিন ব্যান হওয়ার চেষ্টা চালিয়ে যাব। হয়তো এর পরের পোষ্টগুলো আরো বেশি নোংরা হবে তার জন্য আগেই ক্ষমাপ্রার্থনা করছি।
ভালো থাকবেন সবাই। শুভকামনা সবসময় ঘিরে থাকবে আপনাদের জন্য
পোষ্ট ব্যান থাকায় নিজের সর্বশেষ পোষ্ট এডিট করে পোষ্ট দেওয়া। পোষ্টে উল্লেখিত কমেন্টস একটাও পোষ্ট সম্পর্কিত নই। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।