আমাদের কথা খুঁজে নিন

   

Breaking Benjamin - নিয়ম ভাঙ্গার গান

শারদশশীর অনন্ত অপেক্ষায় তোর চোখের সবুজ রঙ আকাশনীল হয়ে গেলে ঠিক ধরে নিস আমি হারিয়ে গেছি ঘাসেদের দলে...
Breaking Benjamin বর্তমানে শীর্ষস্থানীয় অল্টারনেটিভ ব্যান্ড গুলোর মধ্যে একটি। Breaking Benjamin এর জন্ম ১৯৯৮ সালে আমেরিকার পেনসিলভানিয়ায়। একটা মজার ঘটনাঃ একবার এই ব্যান্ড একটা ক্লাবে নিরভানা ব্যান্ডের কিছু গান কভার করছিল। তখনো ব্যান্ডের নাম ঠিক হয়নি। Benjamin Burnley উত্তেজনা বশঃত মাইক্রোফোন স্ট্যান্ডে লাথি মেরে বসল, ফলে আর কী, ভেঙ্গে গেল ওটা! এরপর মাইক্রোফোনের মালিক এসে ওদের বললঃ I'd like to thank Benjamin for breaking my fucking microphone. মূলত এখান থেকেই Breaking Benjamin নামটা মাথায় আসে ব্যান্ড মেম্বারদের।

এ পর্যন্ত বেশ কয়েকবার লাইন আপ পরিবর্তন হয়েছে তাদের। বর্তমান লাইন আপঃ Benjamin Burnley - lead vocals, rhythm guitar Aaron Fink - lead guitar, backing vocals Mark Klepaski - bass guitar Chad Szeliga - drums, percussion Breaking Benjamin এর কম্পোজিশন গুলোতে প্রায়ই ফুটে উঠেছে নিয়ম ভাঙ্গার আর্তনাদ। একই সাথে পরাবাস্তবতা আর গভীর কল্পনা। Breaking Benjamin এ পর্যন্ত রিলিজ করেছে ৪ টি অ্যালবাম। Saturate, অগাস্ট ২৭, ২০০২ We Are Not Alone, জুন ২৯, ২০০৪ Phobia, অগাস্ট ৮, ২০০৬ এবং সর্বশেষ অ্যালবাম Dear Agony রিলিজ হয় এবছর সেপ্টেম্বর ২৯ তারিখে।

Breaking Benjamin এর গানগুলো ধরা হয় Alternative metal এবং post-grunge ঘরানার। Breaking Benjamin এর বেশ কিছু গান ইউ,এস টপচার্টে স্থান করে নেয়। এর মধ্যে Phobia অ্যালবামের The Diary of Jane ও Breath সিঙ্গলস দুটি যথাক্রমে ২য় ও ১ম স্থান দখল করে US Main Rock টপচার্টে। এখন Dear Agony অ্যালবামের I Will Not Bow সিঙ্গল টি US Main Rock টপচার্টে ৩য় স্থান দখল করে আছে। I Will Not Bow গানটির ভিডিও (গানটি Surrogates মুভির Original Soundtrack) আমার প্রিয় Breaking Benjamin এর কিছু গানঃ Dance With The Devil The Diary of Jane Unknown Soldier এছাড়াও এদের প্রায় গানই আমার প্রিয়।

Breaking Benjamin সম্পর্কে আরো জানতে Breaking Benjamin এর অফিসিয়াল সাইট ভিজিট করুন। যারা এখনো Breaking Benjamin শোনেননি, একবার শুনে দেখুন, রক প্রেমী হলে ভাল লাগবেই।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।