আমাদের কথা খুঁজে নিন

   

আমরা অকুল



আমার এখনো খালি দু'পা পায়ে জুতো নেই লেগে থাকে ধুলো-বালি-কাদা তাও আমি হাঁটছি আরো দূরে যেতে হবে-- রাক্ষস বেলায় পোড়ামাটি ঘর! আমার শিশুরা কাঁদছে পিতা মূর্ছা যাচ্ছে বহু যুগ থেকে এখনো রয়েছি অন্য সীমান্তের কাছে ধাতুপ্রত্যয়সিক্ত শব্দের জন্য আকুল হয়েছি তবু কোনো বাক্যবন্ধ তৈরি দেওয়া হচ্ছে না আমরা অচ্ছুৎ আমরা অকুল আমরা অস্পর্শনীয় ও ব্রাত্য আমাদের ভিন্ন হাঁড়ি বিরহ-বেদনা নিয়ে ভাগ হয়ে যাই। এখনো রয়েছে উচ্চনীচ কুলমর্যাদা এখনো রয়েছে দুর্বল ও সবলের কত রকমের পার্থক্যজাত বিভীষিকা দাউ দাউ জ্বলছে তার মধ্যে দিয়ে আমি যাচ্ছি ! আমার দু'পায়ে জুতো উঠলে কেউ কেউ বড়বেশি শঙ্কিত হবে কি ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।