আমাদের কথা খুঁজে নিন

   

অকুল পাড় দেখে মোদের লাগল রে ভয়।

রাজা

অকুল পাড় দেখে মোদের লাগল রে ভয়। মাঝি বেটা বড় ঠেঁটা, হাল ছেড়ে দিয়ে বগল বাজায়।। উজান ভাটি তিনটি নালে দোম দমা দোম বেদম কলে এক শব্দ হয়। গুরুর গুরু পবন গুরু প্রেম আনন্দে সাঁতার খেলায়।। সামনেতে অপার নদী পার হয়ে যায় ছয় জন বাদী কিরূপ লীলাময়। লালন বলে, ভাব জানিয়ে ডুব দিয়ে রত্ন উঠায়। - লালন শাহ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।