আমি
রাজশাহী মহানগর পুলিশের দেয়া অস্থায়ী চাকরি অবশেষে ফিরিয়ে দিয়েছেন রাজশাহীর বহুল আলোচিত সাহসী নারী ঝর্ণা বেগম। গত বৃহস্পতিবার চাকরি ফিরিয়ে দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশ কর্মকর্তাদের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। তবে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা জানান, নিজেদের সাধ্য অনুযায়ী তারা সাহসী নারী ঝর্ণা বেগমের প্রতি কৃতজ্ঞতা ও সম্মান দেখিয়েছেন।সমপ্রতি জাতীয় একটি পত্রিকার তাকে নিয়ে গুরুত্বসহকারে প্রতিবেদন প্রকাশিত হলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনারের উদ্যোগে রাজশাহী পুলিশ লাইনস স্কুল এন্ড কলেজে তিন হাজার টাকা মাসিক বেতনে চুক্তিভিত্তিক চাকরির ব্যবস্থা করা হয়। এছাড়া পুলিশ কল্যাণ ফান্ড থেকে তাকে প্রতিমাসে আরো দুই হাজার টাকা প্রদানের ব্যবস্থা করা হয়। কিন্তু চাকরিটি স্থায়ী না হওয়ায় তা ফিরিয়ে দিয়েছেন সাহসী নারী ঝর্ণা বেগম। তিনি গতকাল সন্ধ্যায় বলেন, রাজশাহী পুলিশ লাইনস স্কুল এন্ড কলেজের ঐ চুক্তিভিত্তিক চাকরির চেয়ে বর্তমানে রাজশাহী সিটি কর্পোরেশনের দৈনিক মজুরি ভিত্তিক চাকরিটাই ভালো বলে তিনি মন্তব্য করেন।
এ বিষয়ে রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার তমিজউদ্দিন সাংবাদিকদের বলেন, পুলিশের পক্ষ থেকে সাধ্য অনুযায়ী ঝর্ণা বেগমের প্রতি কৃতজ্ঞতা ও সম্মান দেখানো হয়েছে।
গুতা মারেন
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।