আমাদের কথা খুঁজে নিন

   

অনুপস্হিতি জনিত শূন্যতা মেনে নিতেই হবে- ব্যাপারনা ।

Why does life keep teaching me lessons, i have no desire to learn.

কয়েক হাজার মাইলের ব্যাবধান , তবুও টলেনি বাঁধনের সূতা। প্রযুক্তির কল্যানে বন্ধু আমার আমারই থাকে মেইলে, মোবাইলে। প্রিয় বন্ধুদের মাঝে সেই প্রথম প্রবাসে পাড়ি জমায়। সেও আজ নয় বছর আগের কথা । দুই বছর অন্তর অন্তর তার আগমনে পুরোনোর মাঝে নতুন করে প্রলেপ দেয়া হত সর্ম্পকের সূতায়।

আড্ডায় ঝাপি খুলে দিতাম আমরা - কই থেকে কই যে হারাতাম । ঈদ এর আগে দেশে এসেছিল সে আবার। আবার হারিয়ে যাওয়া পুরোনো দিনের মত করে। সময় বয়ে চলে তার নিজের মত করে, হয়ে যায় বিদায় লগন। ঘতকাল রাতে সে যখন এয়ারপোর্ট থেকে ফোন দিল , দুজনের গলায় একটু কেঁপে উঠেছিল বৈকি।

আবার ব্যবধান হাজারো মাইলের। আবারো দেখা হবে অনাগত সামনের কোন একদিনে, সে প্রত্যাশায় মনে মনে। বিদায় জানিয়ে ফোন রাখা হয় । একটি সিগারেট ধরিয়ে কেমন যেনো শূন্যতা টের পেলাম। অনুপস্হিতির অনুভূতি।

জানি আবার ও দেখা হবে ............। এই প্রস্হান কে হঠাৎ করে ব্যাপারনা বলে উড়িয়ে দিতে গিয়ে গলাটা কেমন যেন ধরে এল ব্যাপারনার। কি আর করা মেনে নেয়াই জীবন। তাই শেষমেষ বলতেই হয় - বিদয় বন্ধু বিদায়, আবার দেখা হবে , ততদিনের এই অনুপস্হিতি জনিত শূন্যতা মেনে নিতেই হবে- ব্যাপারনা ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।