আমি সবার সাথে আছি .............
মাঠে ঘাস কাটছিলাম। হঠাৎ দেখি পাকবাহিনী গ্রামে হামলা করছে। টেনে-হেচড়ে গ্রামের সকল পুরুষ মানুষকে নিয়ে যাচ্ছে তারা। মানুষের চিৎকার, আহাজারিতে যেন কেয়ামত নেমে আসে পুরো গ্রামে। ভয়ে ঘাস, লতা-পাতা দিয়ে শরীর ঢেকে জঙ্গলে শুয়ে পড়ি।
কিছুক্ষণ পর উঠে দেখি চারপাশ নীরব। দাউ দাউ করে জ্বলছে-ঘরবাড়ি। তাৎক্ষণিকভাবে মনে হলো এ গ্রামে আমিই একমাত্র বেঁচে আছি। ১৯৭১ সালে দর কিশোরগঞ্জের কর্শাকড়িয়াইল ইউনিয়নের বড়ইতলা এলাকায় হানাদার পাকিসৱানির দেশের সবচেয়ে বড় গনহত্যাকান্ডে ভাগ্যক্রমে বেঁচে যাওয়া চিকনীরচর গ্রামের বৃদ্ধ আবদুস সাত্তার এভাবেই তার অভিজ্ঞতা বর্ণনা করছিলেন। মঙ্গলবার সেই ভয়াল বড়ইতলা গনহত্যা দিবস।
কিশোরগঞ্জবাসীর কাছে প্রতি বছর ভয়াল `yt¯^cœ হয়ে ফিরে আসে এ দিনটি। ১৯৭১ সনের ১৩ অক্টোবর দুপুরে কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নের বড়ইতলায় পাকিসৱানি হানাদার বাহিনী ও তাদের এ দেশীয় রাজাকার আলবদররা...........
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।