আমাদের কথা খুঁজে নিন

   

মঙ্গলবার কী চমক?

সর্বদলীয় মন্ত্রীসভার সদস্য হিসাবে ছয় মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর শপথ গ্রহণ এবং রাষ্ট্রপতির সঙ্গে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার সাক্ষাতের সময় ঠিক হওয়ার মধ্যেই সোমবার তিনি এ কথা বলেন।
মন্ত্রিপরিষদ সচিব মোশাররফ হোসেন ভূইঞা বিকালে সচিবালয়ে সাংবাদিকদের বলেন, ছয়জন মন্ত্রী ও দুইজন প্রতিমন্ত্রীর শপথের পর প্রজ্ঞাপন জারি হয়ে গেছে। পুরনোদের মধ্যে যারা মন্ত্রী থাকবেন না, তাদের নামের গেজেট প্রকাশ ও দপ্তর বণ্টন হবে মঙ্গলবার।        
“আগামীকাল তিনটা কাজ হবে। রাষ্ট্রপতি মন্ত্রীদের পদত্যগপত্র গ্রহণ করবেন, প্রজ্ঞাপন জারি হবে।

পোর্টফোলিও বণ্টন হবে। আরেকটা বিষয় কাল ঘটবে। তবে আমি আপনাদের বলছি না। কালকেই দেখতে পাবেন। ”
নির্বাচন সামনে রেখে আরো বড় কোনো পরিবর্তন আসছে কি না- এমন প্রশ্নেও তিনি বলেন, “কালকেই দেখতে পাবেন।

”           
সর্বদলীয় মন্ত্রিসভা গঠনে গত ১১ নভেম্বরই প্রধানমন্ত্রীর হাতে পদত্যাগপত্র দিয়ে রেখেছিলেন মন্ত্রিসভার সদস্যরা। বিরোধী দল বিএনপিও এই সরকারে আসবে বলে সরকারের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছিল।    
তবে শেষ পর্যন্ত বিএনপির পক্ষ থেকে জানিয়ে দেয়া হয়, এই ‘তামাশার’ মন্ত্রিসভায় তারা যোগ দিচ্ছে না।
রোববার বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাতের পর মন্ত্রিপরিষদ সচিব জানান, নতুন মন্ত্রীদের শপথ হবে সোমবার বিকালে।
এরপর সোমবার জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য রওশন এরশাদ, আওয়ামী লীগের  উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু ও তোফায়েল আহমেদ, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এবং জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য আনিসুল ইসলাম মাহমুদ ও মহাসচিব রুহুল আমিন হাওলাদারকে মন্ত্রী হিসাবে শপথ নেন।


এছাড়া জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য মুজিবুল হক চুন্নু ও সালমা ইসলাম শপথ নেন প্রতিমন্ত্রী হিসাবে। সভাপতিমণ্ডলীর আরেক সদস্য জিয়া উদ্দিন আহমেদ বাবলু প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসাবে নিয়োগ পান।   
শপথের পরপরই তাদের নিয়োগের বিষয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।
সচিব বলেন, “সর্বদলীয় মন্ত্রীসভায় কে থাকবেন আর কে থাবকবে না, সে বিষয়ে কাল প্রজ্ঞাপন জারি করা হবে। এ বিষয়ে প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিয়েই রেখেছেন।

তবে শেষ মুহূর্কে কিছু পরিবর্তন আসতেই পারে। ”
‘শেষ মুহূর্তে’ সিদ্ধান্ত পরিবর্তনের উদাহরণও সাংবাদিকদের সামনে তুলে ধরেন সচিব।
তিনি বলেন, জিয়া উদ্দিন বাবলুর মন্ত্রী হিসাবে শপথ নেয়ার কথা ছিল। শপথ অনুষ্ঠানে তিনি উপস্থিতও ছিলেন। কিন্তু তিনি নির্বাচিত সাংসদ না হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই অনুষ্ঠানেই সিদ্ধান্ত পরিবর্তন করেন এবং তাকে নিজের উপদেষ্টা করার সিদ্ধান্ত জানান।


“নতুন মন্ত্রীদের শপথের পরও প্রধানমন্ত্রী তার কয়েকটি সিদ্ধান্ত আমাকে জানিয়েছেন। আমি এখন গণভবনে যাচ্ছি, আরো কিছু পরিবর্তন আসতে পারে। সব ঠিক করে কাল প্রজ্ঞাপন জারি করা হবে। ”
মঙ্গলবার গেজেট জারির প্রস্তুতি শেষ করে রেখে রাতেই পাঁচ দিনের সফরে জাপানের পথে রওনা হওয়ার কথা রয়েছে মন্ত্রিপরিষদ সচিবের।  


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।